অ্যাপশহর

RBI Monetary Policy: আজ নয়া মুদ্রা নীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাংক, আপনার জানা কেন জরুরি?

শুক্রবার নয়া মুদ্রা নীতি (RBI Monetary Policy) ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক। আগামী ৩ মাসের জন্য সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। গত মে মাস থেকে সুদ অপরিবর্তিত রাখল দেশের কেন্দ্রীয় ব্য়াংক।

EiSamay.Com 4 Dec 2020, 12:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার গ্রাসে বর্তমানে 'টেকনিক্যাল রিসেশন বা আপাত মন্দা'র কবলে দেশ। পরপর দু'টি ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির সংকুচিত হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের আমলে এই প্রথম দেশে অর্থনীতিতে মন্দা মানা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ত্রৈমাসিক ঋণনীতি ঘোষণা করল।
EiSamay.Com rbi 2
প্রতীকী ছবি


গত জুলাই-সেপ্টেম্বর অর্ধে ভারতের দেশের GDP ৭.৫ শতাংশ সংকুচিত হয়েছে বলে গত শুক্রবারই কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল। এর ঠিক এক সপ্তাহ পরে আরও একটি শুক্রবার অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের কেন্দ্রীয় ব্যাংক কী দাওয়াই ঘোষণা করে সেই দিকে নজর ছিল সব মহলের। অধিকাংশ পূর্বাভাসে সুদ কমানোর সম্ভাবনা নেই বলেই জানানো হলেও তবুও কোনও কোনও মহলে সামান্য হলেও সেই প্রত্যাশা ছিল। কিন্তু চড়া মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সুদের হারের হাত দেওয়ার পথে গেল না রিজার্ভ ব্যাংক। আগামী তিন মাসের জন্য তা অপরিবর্তিত রাখা হয়েছে। এই নিয়ে পরপর তিনটি ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন করল না দেশের কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ আছে। তার কোনও পরিবর্তন হচ্ছে না। ৬ সদস্যের মুদ্রা নীতি কমিটির তিন দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন: প্রতি মাসে ₹৯,২৫০ নিশ্চিত আয়, জানুন কেন্দ্রীয় সরকারের এই পেনশন প্রকল্প সম্পর্কে

শুধু শিল্প মহল নয়, সাধারণ মানুষের উপরেও রিজার্ভ ব্যাংকের ঋণনীতি প্রভাব ফেলে। কারণ এই নীতির উপরে ভিত্তি করে সুদের হার নির্ধারণ করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি।

ভারতের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর রুপোলি রেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসে। করোনা মহামারির ক্ষত সারিয়ে তৃতীয় ত্রৈমাসিকে ১ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ০.৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক। পাশাপাশি সামগ্রিকভাবে ২০২১ আর্থিক বছরের প্রকৃত GDP বৃদ্ধি ৭.৫ শতাংশ হারে সংকুচিত (অর্থাৎ -৭.৫%) হতে পারে বলে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এদিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানিয়েছেন। উল্লেখ্য, ২০২০-২১ আর্থিক বছরে দেশের GDP ৯.৫ শতাংশ হারে সংকুচিত (অর্থাৎ -৯.৫) হতে পারে বলে এর আগে রিজার্ভ ব্যাংকের তরফে পর্যবেক্ষণে জানানো হয়েছিল।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল