অ্যাপশহর

চলতি আর্থিক বছরে শূন্য জিডিপি বৃদ্ধি দেখবে ভারত!

২৫ মার্চ থেকে শুরু হয়েছে ভারতে লকডাউন। ৪ মে থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। চলবে আগামী ১৭ মে পর্যন্ত। দীর্ঘ সময়ের এই লকডাউনের জন্যে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে ভারতের অর্থনীতিকে।

EiSamay.Com 8 May 2020, 4:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার সামনে এল Moody’s-এর পূর্বাভাস। করোনাভাইরাসের কারণে বর্তমান আর্থিক বছরে শূন্য শতাংশ বৃদ্ধি দেখবে ভারত।
EiSamay.Com rating agency Moody’s report says India may see 0% GDP growth this fiscal year due to corona crisis
ভারতের আর্থিক বৃদ্ধি


রেটিং এজেন্সি Moody’s জানিয়েছেন ২০২০-২১ আর্থিক বর্ষে কোনও বৃদ্ধিই দেখবে না ভারতের অর্থনীতি। তবে সুদিনের দেখা মিলবে ২০২২ অর্থবর্ষে। সে বছর ৬.৬শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে Moody’s। সংস্থার একটি রিপোর্টে দাবি করা হয়েছে করোনাভাইরাস যে ভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে তার জেরে থমকে গিয়েছে স্থিতিশীল রাজস্ব একত্রীকরণের সম্ভাবনা।

এখনও পর্যন্ত করোনা সংকট মোকাবিলায় ভারত ২২.৫৩ বিলিয়ন মার্কিন ডলার স্টিমিউলাস প্ল্যান চালু করেছে যেখানে সরাসরি অর্থ সাহায্যের পাশাপাশি কয়েক কোটি গরিব মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় ছোট এবং মাঝারি ব্যবসায়ীদেরও অর্থ সাহায্যের পরিকল্পনা রয়েছে সরকারের।

আপাতত ভারতের অর্থনীতির রেটিং আউটলুক negative করেছে Moody’s। তবে তারা জানিয়েছে সময়ের সঙ্গে যদি নজরে পড়ার মতো অর্থনীতিতে কোনও পরিবর্তন আসে, তাহলে রেটিং ফের স্থিতিশীল বা stable করা হবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল