অ্যাপশহর

ট্র্যাক করা হবে যাত্রীদের, রেলের টিকিট বুকিংয়ের সময়ে রেকর্ড করা হচ্ছে ঠিকানাও

দীর্ঘ লকডাউনের মধ্যেই ছন্দে ফেরার চেষ্টায় ভারতীয় রেলওয়ে। স্পেশাল ট্রেন পরিষেবায় নিয়ে আসা হচ্ছে বেশ কিছু নতুন সুযোগ সুবিধে। কী সেই সব? জানুন বিস্তারিত...

EiSamay.Com 14 May 2020, 1:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন এবং স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ছাড়া সব ট্রেনের বুকিং ৩০ জুন পর্যন্ত বাতিল করা হচ্ছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, মেইল/এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন। তার আগে বুধবার রেলওয়ে বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের জন্যে আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্ট চালু করা হবে। এই সবের মধ্যেই আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ করল ভারতীয় রেল।
EiSamay.Com Indian Railways to start waiting lists for special trains from May 22
রেলে চালু ওয়েটিং লিস্টের সুবিধে


যে সব যাত্রী শ্রমিক স্পেশাল বা স্পেশাল ট্রেনে সফর করছেন তাঁদের প্রত্যেকের ঠিকানা রেকর্ডে রাখা শুরু করেছে ভারতীয় রেল। পরবর্তী সময়ে এঁদের মধ্যে কারও শরীরে যদি করোনা সংক্রমণ মেলে তাহলে কনট্যাক্ট ট্রেসিংয়ের সুবিধে হবে। IRCTC ওয়েবসাইটে টিকিট বুকিং করার সময়ে যাত্রীদের ঠিকানা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ১৩ মে থেকে। রেলের মুখপাত্র আর ডি বাজপাই এই কথা জানিয়েছেন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল