অ্যাপশহর

অনলাইনে টিকিট কাটলে যে সুবিধা আর দেবে না রেল

সোমবার জানিয়ে দিল রেল।

EiSamay.Com 12 Mar 2018, 9:26 pm
EiSamay.Com railway will not provide ticket parcel sevice online booking
অনলাইনে টিকিট কাটলে যে সুবিধা আর দেবে না রেল
এই সময় ডিজিটাল ডেস্ক: ভিড় এড়িয়ে বাড়িতে বসে অনলাইনে টিকিট কাটলে আর টিকিট পার্সেল করে বাড়ি পৌঁছে দেবে না রেল। সোমবার জানিয়ে দিল রেল।

এতদিন অনলাইনে অতিরিক্ত টাকা দিলে অনলাইনে কাটা টিকিট বাড়িতে পার্সেল পৌঁছে দিত রেল। ২০০২ সাল থেকে এই সুবিধা শুরু করা হয়। সেক্ষেত্রে স্লিপার ক্লাসের জন্য অতিরিক্ত ৮০ এবং এসি কোচ হলে ১২০ টাকা অতিরিক্ত দিতে হত।

কিন্তু বর্তমানে অনলাইনে টিকিট মোবাইলে এসএমএস পৌঁছে যায়। অথবা IRCTC-র সাইট থেকেও পাওয়া যায়। তাই বাড়িতে পার্সেল করে টিকিট পাঠানোর সুবিধা আর দিতে চাইছে না রেল।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল