অ্যাপশহর

বিমানের মতো আগাম বুকিংয়ে এবার ছাড় রেলেও?

এই প্রস্তাব নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল বোর্ড।

EiSamay.Com 18 Jan 2018, 7:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগে থাকতে বুকিং করলে টাকা কম লাগে। বিমান টিকিটের ক্ষেত্রে মধ্যবিত্তের অধিকাংশই একই ফর্মুলা মেনে চলেন। আগাম বুকিং, তা প্রায় ৩ মাস আগে থেকে টিকিট কেটে রাখা, যাতে কম দামে তা পাওয়া যায়। বিমানের টিকিটের আগাম বুকিংয়ের চাহিদা জেনেই এবার একই পথে হাঁটতে চলেছে ভারতীয় রেল।
EiSamay.Com railway passengers may get huge discounts on advance booking
বিমানের মতো আগাম বুকিংয়ে এবার ছাড় রেলেও?


সূত্রের খবর, ট্রেনের টিকিটও এবার আগাম বুকিংয়ে সস্তায় মিলতে পারে। রেল বোর্ডকে এমনই সুপারিশ দিয়েছে ভাড়া সংক্রান্ত কমিটি। যাতে ২০% থেকে ৫০% ছাড়ের কথা বলা হয়েছে। অর্থাৎ, আগাম বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ টিকিটের থেকে কম দামে মিলতে পারে রেলের টিকিট।



যদিও এই প্রস্তাব নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেল বোর্ড। তবে একই কমিটির লোয়ার বার্থ-এর জন্য অতিরিক্ত টাকা খরচের সিদ্ধান্তে সম্প্রতি সবুজ সংকেত দিয়েছে কমিটি। তাই ওয়াকিবহল মহলের একাংশের মতে, ভাড়ার সিদ্ধান্তেও মিলতে পারে সবুজ সংকেত।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল