অ্যাপশহর

New PF tax: PF-এ করমুক্ত সুদের নয়া সীমা ৫ লাখ

প্রভিডেন্ট ফান্ড নিয়ম (New PF tax) কিছুটা শিথিল করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আগের সিদ্ধান্ত পরিবর্তন করে করযোগ্য অনুদানের পরিমাণ বছরে ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। গতকাল লোকসভায় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Ei Samay 24 Mar 2021, 4:07 pm
এই সময়: পাঁচ রাজ্যে বিধানসভা ভোটকে সামনে রেখে প্রভিডেন্ট ফান্ড নিয়ম (New PF tax) কিছুটা শিথিল করল কেন্দ্র। ১ ফেব্রুয়ারি ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান কোনও ব্যক্তি প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ২.৫ লক্ষ টাকা অনুদান দিলে তার উপর প্রাপ্য সুদে কর দিতে হবে। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই মঙ্গলবার সেই নিয়মে কিছুটা রদবদল করেছেন নির্মলা। এ দিন করযোগ্য অনুদানের পরিমাণ ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছেন তিনি। অর্থাৎ, কোনও ব্যক্তি বছরে প্রভিডেন্ট ফান্ডে ৫ লক্ষ টাকা অনুদান দিলে তার উপর প্রাপ্য সুদের উপর কর দিতে হবে। যে ক্ষেত্রে নিয়োগকর্তা তার অনুদানের টাকা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দিতে পারেনি, সেখানেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
EiSamay.Com money 1
প্রতীকী ছবি


এ দিন লোকসভায় ফিনান্স বিল সংক্রান্ত বিতর্কের জবাবে মন্ত্রী ঘোষণা করেন, যেখানে নিয়োগকর্তারা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে তাদের অংশের অনুদান জমা দিতে পারেননি, সেখানে কর্মীদের অনুদান ৫ লক্ষ টাকা হলে তার উপর প্রাপ্য সুদে কর দিতে হবে।

নিয়ম সরল করল EPFO, এখন নির্ঝঞ্ঝাটে তোলা যাবে PF-এর টাকা
বর্তমানে, প্রভিডেন্ট ফান্ডের সুদে কোনও কর দিতে হয় না। এই সুযোগ নিতে অনেকেই ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন। বিষয়টি নজরে আসার পরেই তার উপর প্রাপ্ত সুদে কর বসানোর কথা বিবেচনা করে কেন্দ্র এবং অনুদানের একটি ঊর্ধসীমাও বেঁধে দেওয়া হয়।

একজন কর্মী তাঁর বেতনের ১২ শতাংশ পিএফ অনুদান হিসাবে দেন, নিয়োগকর্তাও সমান ১২ শতাংশ অনুদান দেন। এছাড়া, একজন কর্মী স্বেচ্ছায় নিজের বেতনের ২০ শতাংশ পর্যন্ত ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড অনুদান দিতে পারেন। তবে, সেক্ষেত্রে নিয়োগকর্তা অনুদান দিতে বাধ্য নন।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল