অ্যাপশহর

অর্থনৈতিক বিকাশের ইঙ্গিত পেয়ে চাঙ্গা শেয়ারবাজার

বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে ওঠেন, শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তাঁর প্রথম বাজেটে অর্থনৈতিক বৃদ্ধিকে চাঙ্গা করার জন্য এবং চাহিদা বাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন।

EiSamay.Com 4 Jul 2019, 11:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবছরে অর্থনীতির বৃদ্ধির হার ৭% হবে বলে অর্থনৈতিক সমীক্ষায় জানানোর পর মুম্বই শেয়ার বাজারে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে ওঠেন, শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তাঁর প্রথম বাজেটে অর্থনৈতিক বৃদ্ধিকে চাঙ্গা করার জন্য এবং চাহিদা বাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন।
EiSamay.Com (representative image)
(প্রতীকী ছবি)


এ দিন সেনসেক্স ৪০০০০০-এর রেকর্ড গণ্ডির মাত্র ৯২ পয়েন্ট দূরে বন্ধ হয় এবং নিফটি থিতু হয় ১২০০০ পয়েন্টের মাত্র ৫৩ পয়েন্ট দূরে। শুক্রবারই শেয়ার বাজারের দুই প্রধান সূচক ওই দুই গুরুত্বপূর্ণ গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন বিদেশি মুদ্রার বাজারেও মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিমনয় দর একটা সময় ২৪ পয়সা লাফিয়ে ডলার প্রতি ৬৮.৮৯ টাকা ছোঁয়।

বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দরে পতনেও এ দিন শেয়ার বাজার চাঙ্গা হয়। বিশেষজ্ঞদের মতে, মুম্বই শেয়ার বাজারের স্প্রিন্ট দৌড়ের মুখে এখন বড় বাধা বৃষ্টি।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল