অ্যাপশহর

১ অক্টোবর থেকে ফের কমবে স্বল্প সঞ্চয়ে সুদের হার!

এর আগে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.১% কমিয়েছিল অর্থ মন্ত্রক।

TNN 6 Sep 2019, 3:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের কমছে স্বল্প সঞ্চয়ে সুদের হার? ১ অক্টোবর থেকেই কমতে পারে PPF, NSC, KVP, SCSS-এর মতো স্বল্প সঞ্চয়ের স্কিমগুলির সুদের হার। ওই সময়ই এই প্রকল্পগুলির চলতি হারে পরিবর্তন করবে কেন্দ্রীয় সরকার। দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সুদের হার কমার আশঙ্কাই বেশি।
EiSamay.Com PPF
প্রতীকী ছবি


এর আগে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.১% কমিয়েছিল অর্থ মন্ত্রক। ১ জুলাই থেকে কার্যকর হওয়া ওই সিদ্ধান্তের জেরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) -এ সুদের হার দাঁড়িয়েছিল ৭.৯%। এছাড়াও ডাকঘরে ৫ বছরের মাসিক আয় প্রকল্পে সুদের হার হয়েছিল ৭.৬%। প্রবীণ নাগরিকদের পঞ্চবার্ষিকী সঞ্চয় প্রকল্পে (SCSS) সুদের হার দাঁড়িয়েছিল ৮.৬% এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদ ৮.৪% এবং কিষান বিকাশ পত্রের সুদ (KVP) ৭.৬% দাঁড়ায়।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সরকারি কর্তা দ্য টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, 'সুদের হার কমানোর প্রয়োজনীয়তা রয়েছে। তবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জেরে রাজনৈতিক হাওয়া বুঝে নরেন্দ্র মোদী সরকার আদৌ এই পথে হাঁটবে কিনা, তাও দেখার।'

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল