অ্যাপশহর

বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি ১৩.৩৮%

অর্থনীতির চাকা ঘোরার ইঙ্গিত দিয়ে গত অক্টোবর মাসে দেশে বিদ্যুতের চাহিদা বেড়েছে। গত মাসে বিদ্যুতের চাহিদা ১৩ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Ei Samay 2 Nov 2020, 2:48 pm
এই সময়: জিএসটি আদায় চলতি অর্থ বছরে প্রথম ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পার করেছে। বেড়েছে পেট্রল, ডিজেলের বিক্রিও। ভারতে অর্থনৈতিক কর্মকাণ্ড যে করোনা পরিস্থিতির মধ্যে ক্রমশ স্বাভাবিক হচ্ছে তার ইঙ্গিত দিল বিদ্যুতের চাহিদাও। অক্টোবরে ভারতে বিদ্যুৎ ব্যবহার ১৩.৩৮ শতাংশ বেড়ে ১১,০৯৪ কোটি ইউনিট হয়েছে বলে সরকারি তথ্যে প্রকাশ পেয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরে ভারতে বিদ্যুৎ ব্যবহার হয়েছিল ৯,৭৮৪ কোটি ইউনিট।
EiSamay.Com power 1
প্রতীকী ছবি


গত মাসে ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার ১১.৪৫ শতাংশ বেড়েছিল। সেই তথ্যের বিচার করেই বিশেজ্ঞরা আত্মবিশ্বাসী ছিলেন যে গোটা অক্টোবরে বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি দুই অঙ্কের ঘরে থাকবে। তাঁদের মতে, বিদ্যুৎ চাহিদা ও ব্যবহার বাড়ার মধ্যেই প্রমাণিত যে বাণিজ্যিক ও কল-কারখানায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড অল্প অল্প করে বাড়ছিল, যা এক ধাক্কায় গত মাসে অনেকটাই বেড়েছে বলে তাঁদের মত। সেই কারণে আগামী মাসগুলিতে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।

কোভিড- ১৯ সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ কেন্দ্র সারা ভারতে লকডাউন জারি করে। তখন থেকেই দেশে বিদ্যুতের চাহিদা কমা শুরু হয়। মার্চ থেকে অগস্ট পর্যন্ত ভারতে বিদ্যুৎ ব্যবহার গত বছরের থেকে কমে গিয়েছিল। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই ও অগস্ট- এই ছয় মাসে বিদ্যুতের ব্যবহার কমেছিল যথাক্রমে ৮.৭, ২৩.২, ১৪.৯, ১০.৯, ৩.৭ ও ১.৭ শতাংশ। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ভারতে বিদ্যুৎ ব্যবহার ১১.৭৩ শতাংশ বেড়েছিল।

আরও পড়ুন: আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধির মধ্যে নভেম্বরে রান্নার গ্যাসের কী দাম? জানুন এক ক্লিকে...

মার্চ থেকে অগস্ট, টানা ছয় মাস বিদ্যুতের চাহিদা গত বছরের একই সমময়কালের তুলনায় কম থাকার পর সেপ্টেম্বরে তা প্রথম ৪.৬ শতাংশ বাড়ে। দিনের ব্যস্ত সময়ে বিদ্যুৎ চাহিদাও এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত গত বছরের তুলনায় কম ছিল, যা সেপ্টেম্বরে ১.৮ শতাংশ বৃদ্ধি পায়। আর গত মাসে দিনের ব্যস্ত সময়ে চাহিদা মেটাতে সর্বোচ্চ সরবরাহ ছিল ১৭০.০৪ গিগাওয়াট, যা গত বছরের অক্টোবরের তুলনায় ৩.৫২ শতাংশ বেশি।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর