অ্যাপশহর

Petrol Diesel Price Today: বেড়েই চলেছে দাম! কলকাতায় আজ প্রায় ₹৭৬ লিটার ডিজেল, পেট্রল ₹৮৩+

রবিবার ফের পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। গত ১০ দিনের মধ্যে ৯ বার তেলের দাম বাড়ল। এভাবে চলতে থাকলে দেশে মূল্যবৃদ্ধি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

EiSamay.Com 29 Nov 2020, 3:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ধাক্কায় নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। তার মধ্যেই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)। রবিবারও এই দুই জ্বালানির দাম বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। কলকাতা এবং দেশের বাকি প্রধান তিন শহরেই জ্বালানির দাম বেড়েছে।
EiSamay.Com oil 1
ফাইল ছবি


আজ কত বাড়ল তেলের দাম?
এর আগে ৪৮ দিন অপরিবর্তিত রাখার পরে গত ২০ নভেম্বর (শুক্রবার) প্রথম পেট্রল ও ডিজেলের দর পরিবর্তন করা হয়। তার পর থেকে মাঝে দু'দিনের ব্যতিক্রম ছাড়া এখন নিয়ম করে পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে তেল কোম্পানিগুলি (Petrol Diesel Price Today)। রবিবার কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ২০ পয়সা। সরকারি নিয়ম অনুসারে এদিন ভোর ৬টা থেকে নয়া দর কার্যকর হয়েছে। আর ডিজেলের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ প্রতি লিটারে ২৯ পয়সা। আর এভাবেই একটু একটু করে প্রতিদিন তেলের দাম অগ্নিমূল্য হয়ে উঠছে।

আজ কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাইয়ে ডিজেলের দাম:
স্থানীয় করের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের দর বিভিন্ন। ভারতের বৃহত্তম রিটেইল তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পরিসংখ্যান অনুসারে, রবিবার, ২৯ নভেম্বর, কলকাতা এবং অন্য প্রধান তিন মেট্রো শহরে প্রতি লিটার ডিজেলের দাম (Diesel Price Today) কত, এক নজরে দেখে নেওয়া যাক:
  • কলকাতা: ৭৫ টাকা ৯৯ পয়সা
  • দিল্লি: ৭২ টাকা ৪৪ পয়সা
  • মুম্বই: ৭৮ টাকা ৯৭ পয়সা
  • চেন্নাই: ৭৭ টাকা ৮৪ পয়সা

আজ কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাইয়ে পেট্রলের দাম:
ডিজেলের পাশাপাশি পেট্রলের দামও এদিন বেড়েছে। মূল্যবৃদ্ধির এই কোপ পড়েছে দেশের চার মেট্রো শহরেই (Petrol Diesel Price)। এদিন মেট্রো শহরগুলিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে কোথায় গিয়ে দাঁড়াল এক ঝলকে দেখে নেওয়া যাক:
  • কলকাতা: ৮৩ টাকা ৮৭ পয়সা
  • দিল্লি: ৮২ টাকা ৩৪ পয়সা
  • মুম্বই: ৮৯ টাকা ০২ পয়সা
  • চেন্নাই: ৮৫ টাকা ৩১ পয়সা

মধ্যবিত্তের জন্য অশনিসংকেত:
এই নিয়ে গত ১০ দিনের মধ্যে ৯ বার তেলের দাম বাড়ল (Petrol Diesel Price Today)। পেট্রল ও ডিজেলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। ফলে তেল কোম্পানিগুলো আগামী দিনেও এভাবে পরিবহণের জ্বালানির দাম বাড়তে থাকলে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল