অ্যাপশহর

Petrol Diesel Price: মঙ্গলবার পেট্রল-ডিজেলের দাম কত? জানুন এক ক্লিকে...

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে ঊর্ধ্বমুখী পেট্রল ও ডিজেল (Petrol Diesel Price)। এদিনও কলকাতা-সহ অধিকাংশ মেট্রো শহরে এই দুই জ্বালানির দাম বেড়েছে। ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৪ টাকা ৯৮ পয়সা।

EiSamay.Com 24 Nov 2020, 11:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রিভিশন দাম বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Price)। দীর্ঘ প্রায় দু'মাসের বিরতির পরে গত শুক্রবার রিভিশন শুরু হওয়া ইস্তক প্রতিদিনই এই দুই জ্বালানির দর ঊর্ধ্বমুখী। মঙ্গলবার দেশের প্রধান চার মেট্রো শহরেই পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ১৬ পয়সা এবং পেট্রলের ক্ষেত্রে তা ৫ পয়সা। এই নিয়ে টানা পাঁচ দিন এই দুই জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।
EiSamay.Com oil
প্রতীকী ছবি


চাপ বাড়ছে আম আদমির পকেটে:
ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত করে তেল কোম্পানিগুলি (Petrol Diesel Price)। প্রতিদিন ভোর ৬টা থেকে নয়া মূল্য কার্যকর হয়। আগে প্রতি ২ সপ্তাহ অন্তর ভারতে পেট্রল এবং ডিজেলের দাম পরিবর্তন করা হত। ২০১৭ সালের ১৫ জুন থেকে সেই নিয়ম বদল করে সরকার। কিন্তু গত ২২ সেপ্টেম্বর পেট্রল এবং ২ অক্টোবর ডিজেলের দাম পরিবর্তনের পরে তা বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার থেকে ফের দৈনিক তেলের দামের রিভিশন শুরু হয়েছে। আর প্রতি দিনই একটু একটু করে চাপ পড়ছে আম আদমির পকেটে।

আরও পড়ুন: 'ANANDA' অ্যাপ লঞ্চ করল LIC, এর সুবিধা কী? জানতে ক্লিক করুন...

আজ কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাইয়ে ডিজেলের দাম:
ভারতের বৃহত্তম রিটেইল তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ডিজেলের দাম সামান্য বেড়েছে (Diesel Price Today)। এই বৃদ্ধির পরে কলকাতা এবং অন্য প্রধান তিন মেট্রো শহরে এদিন লিটার পিছু ডিজেলের দাম কী দাঁড়াল, তা এক নজরে দেখে নেওয়া যাক:
  • কলকাতা: ৭৪ টাকা ৯৮ পয়সা
  • দিল্লি: ৭১ টাকা ০৭ পয়সা
  • মুম্বই: ৭৭ টাকা ৯৪ পয়সা
  • চেন্নাই: ৭৬ টাকা ৮৮ পয়সা
আজ কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাইয়ে পেট্রলের দাম:
মূল্যবৃদ্ধির এই বাজারে দাম বাড়ছে পেট্রলেরও। দেশের চার মেট্রো শহরে এর দাম বেড়েছে (Petrol Price Today)। বৃদ্ধির পরে মেট্রো শহরগুলিতে এর প্রতি লিটারের দাম কত দাঁড়াল এক ঝলকে দেখে নেওয়া যাক:
  • কলকাতা: ৮৩ টাকা ১৫ পয়সা
  • দিল্লি: ৮১ টাকা ৫৯ পয়সা
  • মুম্বই: ৮৮ টাকা ২৯ পয়সা
  • চেন্নাই: ৮৪ টাকা ৬৪ পয়সা

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর