অ্যাপশহর

Petrol Diesel Price: এখনও শিখরেই থমকে পেট্রল-ডিজেলের দাম, কারণ সম্পর্কে সাফাই দিলেন মন্ত্রী

উৎপাদক দেশগুলি উৎপাদন হ্রাস করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। যে কারণে ভারতে এর দাম ঊর্ধ্বমুখী বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে (Petrol Diesel Price) সামান্য বিরতি।

EiSamay.Com 20 Jan 2021, 12:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় রোজ একটু একটু করে বাড়তে বাড়তে এখনও আকাশছোঁয়া হয়ে গিয়েছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। অতীতের সব রেকর্ড ভেঙে এই দুই জ্বালানি ইতিমধ্যে নতুন রেকর্ড স্পর্শ করছে। স্বাভাবিকভাবে আরও দাম বাড়ল কি না, সেই চিন্তায় তটস্থ সাধারণ মানুষ। কারণ জ্বালানির দাম বাড়লে স্বাভাবিকভাবে তার প্রভাব পড়ে জিনিসপত্রের উপরে। এখনই জ্বালানি খরচের দোহাই দিয়ে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বিভিন্ন বেসরকারি রুটে বেআইনিভাবে যাত্রীদের থেকে অতিরিক্ত বাসভাড়া নেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে বাসের ভাড়া আরও বাড়তে পারে বলে নিত্যযাত্রীদের আশঙ্কা।
EiSamay.Com oil
প্রতীকী ছবি


'বিশ্ববাজারের কারণে তেলের দাম বাড়ছে':
জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে চাহিদা ও জোগানের ঘাটতিকে দায়ী করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গতকাল তিনি বলেন, যে সমস্ত দেশ তেল উৎপাদন করে কোভিডের কারণে তারা উৎপাদন কাটছাঁট করেছে। ফলে চাহিদা অনুসারে জোগান পাওয়া যাচ্ছে না। ফলে বিশ্ব বাজারে দাম বাড়ছে। এদিকে, ভারতে পেট্রলিয়াম জ্বালানির ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি নির্ভর হওয়ায় এই দেশেও জ্বালানি তেলের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

আজকের পেট্রল ও ডিজেলের দর:
আন্তর্জাতিক বাজারের দর ও টাকার ওঠা-নামার নিরিখে দৈনিক ভিত্তিতে ভারতের খুচরো বাজারে জ্বালানি তেলের দাম স্থির করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতিদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়। বুধবার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। কলকাতা-সহ দেশের প্রধান চার মেট্রো শহরেই দাম অপরিবর্তিত আছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কলকাতা-সহ ৪ মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের আজকের দর:
শহরপেট্রলডিজেল
কলকাতা৮৬.৬৩ টাকা৭৮.৯৭ টাকা
দিল্লি৮৫.২০ টাকা৭৫.৩৮ টাকা
মুম্বই৯১.৮০ টাকা৮২.১৩ টাকা
চেন্নাই৮৭.৪৫ টাকা৮০.৬৭ টাকা

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর