অ্যাপশহর

Petrol Diesel Price: অশনি সংকেত আন্তর্জাতিক বাজারে! ভারতে আরও দাম বাড়ল পেট্রল-ডিজেলের

মঙ্গলবার ফের পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) বাড়ল। মাত্র ৩ দিন মুলতুবি রাখার পরে এই দুই জ্বালানির দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এর ফলে আগের সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ল জ্বালানি তেল। এদিন পেট্রল ও ডিজেলের দাম কত জেনে নেওয়া যাক।

EiSamay.Com 10 Feb 2021, 11:39 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও বেলাগাম পেট্রল ও ডিজেল। সাম্প্রতিক সময়ে ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম (Petrol Diesel Price)। এদিনও সেই ধারা অব্যাহত। মাঝে মাত্র তিন দিনের বিরতির পরে আজ, ৯ ফেব্রুয়ারি ফের জ্বালানির দাম বাড়ল। এদিন পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে গড়ে বৃদ্ধি পেয়েছে ৩৫ পয়সা। যার ফলে আগের সমস্ত রেকর্ড ভেঙে তা নয়া উচ্চতা স্পর্শ করেছে। এর আগে গত শুক্রবার প্রতি লিটারে দাম বেড়েছিল ৩০ পয়সা। এভাবে ক্রমাগত দাম বেড়ে চলায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাঁধে বোঝা ক্রমশ বাড়ছে।
EiSamay.Com oil
প্রতীকী ছবি


এই মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে দিল্লিতে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম দাঁড়াল যথাক্রমে ৮৭ টাকা এবং ৭৭ টাকার সীমারেখা পার করে গিয়েছে। অন্যদিকে, মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ৯৩ টাকা পার করে ৯৪-এর পথে এগিয়ে চলেছে। আর প্রতি লিটার ডিজেলের খুচরো মূল্য ৮৫ টাকা ছুঁইছুঁই।

  • উৎপাদন ছাঁটাই করেছে OPEC:
সম্প্রতি তেল উৎপাদক দেশগুলির বৃহত্তম সংগঠন OPEC উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৬১.০৩ মার্কিন ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫৬.৬৯ মার্কিন ডলারের গণ্ডি স্পর্শ করে।

  • আজ পেট্রল ও ডিজেলের দাম:
দৈনিক ভিত্তিতে ভারতের খুচরো বাজারে জ্বালানি তেলের দাম স্থির করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। সরকারি নিয়ম অনুসারে, আন্তর্জাতিক বাজারের নিরিখে এদেশে জ্বালানির দর নির্ধারিত হয়। প্রতিদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়। মঙ্গলবার মূল্যবৃদ্ধির পরে কলকাতা-সহ দেশের প্রধান চার মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দাম কী দাঁড়াল দেখে নেওয়া যাক:
শহরপেট্রলডিজেল
কলকাতা৮৮.৬৩ টাকা৮১.০৬ টাকা
দিল্লি৮৭.৩০ টাকা ৭৭.৪৮ টাকা
মুম্বই৯৩.৮৩ টাকা ৮৪.৩৬ টাকা
চেন্নাই৮৯.৭০ টাকা৮২.৬৬ টাকা

উল্লেখ্য, দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা GST চালু হলেও পেট্রল ও ডিজেলে এখনও VAT চালু আছে। আবার বিভিন্ন রাজ্যে এই দুই জ্বালানির উপরে করের পরিমাণ বিভিন্ন। যে কারণে রাজ্যে রাজ্যে পেট্রল ও ডিজেলের দামে পার্থক্য দেখা যায়। বর্তমান পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলকে GST-র আওতায় আনার দাবি ক্রমশ জোরাল হচ্ছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল