অ্যাপশহর

Petrol Diesel Price: আজ পেট্রল-ডিজেলের দাম কত জানেন? চমকে উঠতে পারেন!

বৃহস্পতিবার পেট্রল ও ডিজেলের দাম বাড়ল। যার ফলে আগের সব রেকর্ড ভেঙে জ্বালানি তেলের দাম নতুন রেকর্ড গড়েছে। এর প্রভাব ইতিমধ্যে জনজীবনে পড়তে শুরু করেছে। যে সমস্ত জিনিসপত্র অন্য রাজ্য থেকে আমদানি করতে হয় তার দামে খুব শিগগির আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

EiSamay.Com 4 Feb 2021, 1:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শিখর থেকে শিখরে ছুটছে পেট্রল ও ডিজেল। আশঙ্কা সত্যি করে ভারতের ঘরোয়া খুচরো বাজারে তেলের দাম ফের বাড়তে শুরু করেছে।
EiSamay.Com oil
প্রতীকী ছবি


বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম পরিবর্তন করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। যার ফলে এই দুই জ্বালানির দাম আরও বৃদ্ধি পয়েছে। একইসঙ্গে আগের সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে খুব শিগগির প্রতি লিটার পেট্রলের দাম ১০০ টাকায় পৌঁছে যাবে বলে আশঙ্কা সাধারণ মানুষের।

পেট্রল ও ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব ইতিমধ্যে জনজীবনের উপরে পড়তে শুরু করেছে। ভাড়া বাড়ানোর দাবিতে সোচ্চার হয়েছে রাজ্যের বিভিন্ন বেসরকারি বাস মালিকদের সংগঠন। এমনকী বহু বেসরকারি বাসের রুটে বেআইনিভাবে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বিশেষত, ভোজ্য তেল, ডাল-সহ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্য রাজ্য থেকে আমদানি করতে হয় ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাবে সেগুলির উপরে সবথেকে বেশি পড়তে পারে।

মধ্যরাতের ফরমান, আজ থেকে বিপুল বাড়ল রান্নার গ্যাসের দাম
টানা ৭ দিন অপরিবর্তিত থাকার পরে বৃহস্পতিবারে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। এদিন, উভয় জ্বালানির দামই প্রতি লিটারে গড়ে ৩০ পয়সা থেকে ৩৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। নিয়ম অনুসারে এদিন সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বর্তমানে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৮৮ টাকা স্পর্শ করেছে। অন্যদিকে, ৮০ টাকা ছাপিয়ে গিয়ে ৮১ হাজারের পথে ডিজেল। বুধবার দেশের প্রধান চার মেট্রো শহরে জ্বালানি তেলের দাম কী দাঁড়াল দেখে নেওয়া যাক।

  • এক ঝলকে গতকাল ও আজকের পেট্রলের দাম:
শহরআজকের দাম গতকালের দাম
নয়াদিল্লি ₹৮৬.৬৫ ₹৮৬.৩০
মুম্বই ₹৯৩.২০₹৯২.৮৬
চেন্নাই₹৮৯.১৩₹৮৮.৯১
কলকাতা₹৮৮.০১₹৮৭.৬৯

  • এক ঝলকে গতকাল ও আজকের ডিজেলের দাম:
শহর আজকের দামগতকালের দাম
মুম্বই: ₹৮৩.৬৭ ₹৮৩.৩০
চেন্নাই: ₹৮২.০৪₹৮১.৮০
কলকাতা: ₹৮০.৪১₹৮০.০৮
নয়াদিল্লি:₹৭৬.৮৩ ₹৭৬.৪৮

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল