অ্যাপশহর

রেকর্ড ভাঙছে, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের!

আন্তর্জাতিক বাজারে তেলের দর ঊর্ধমুখী হওয়ায় ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম।

EiSamay.Com 15 Jan 2018, 8:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দর ঊর্ধমুখী হওয়ায় ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। সোমবার ডিজেলের দাম দাঁড়াল প্রতি লিটার ৬১.৭৪ টাকা এবং পেট্রলের দাম উঠল লিটার পিছু ৭১ টাকারও বেশি।
EiSamay.Com petrol and diesel price hike reaches new high
রেকর্ড ভাঙছে, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের!


এদিন দিল্লিতে পেট্রলের দাম উঠল প্রতি লিটার ৭১.১৮ টাকা, যা ২০১৪ সালের অগস্ট মাসের পর থেকে সর্বোচ্চ। দিল্লিতে এদিন লিটার পিছু ডিজেলের দাম উঠেছে ৬১.৭৪ টাকা। ভ্যাট রেট বেশি হওয়ার দরুণ মুম্বইয়ের দাম অবশ্য প্রতি লিটার ৬৫.৭৪ টাকা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে পেট্রল-ডিজেলের দাম চড়তে শুরু করে। সেই দিন দিল্লিতে ডিজেলের দাম ওঠে প্রতি লিটার ৫৮.৩৪ টাকা। গত এক মাসে তা মোট ৩.৪০ টাকা বেড়েছে। অন্য দিকে পেট্রলের দাম এই সময়সীমার মধ্যে বেড়েছে মোট ২.০৯ টাকা।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বর মাসের পর থেকে আন্তর্জাতিক বাজারের দুই বিপণন সংস্থা ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৭০.০৫ ডলার ধার্য করে, যা গত সপ্তাহে পৌঁছয় ৬৪.৭৭ ডলারে। তার জেরে শুল্ক কমিয়ে সাধারণের জন্য জ্বালানির দাম আয়ত্তে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। এই কারণে ২০১৭ সালের ৪ অরক্টোবর ডিজেলের দাম কমে দাঁড়ায় প্রতি লিটার ৫৬.৮৯ টাকা এবং পেট্রল লিটার পিছু ৬৮.৩৮ টাকা।

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার শুল্কের হার আর কমাবে কি না প্রশ্নের জবাবে ১ জানুয়ারি কেন্দ্রীয় তৈলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাল্টা মন্তব্য করেন, 'কাজটা রাজ্য সরকারই আগে করুক না! কেন্দ্রীয় সরকার গত অক্টোবর মাসে জ্বালানির উপর শুল্ক কমায়। রাজ্যের প্রতি আমাদের অনুরোধ, আপনারাও ভ্যাট কমান।' এ ব্যাপারে রাজ্য সরকাগুলির উদ্দেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আবেদন জানিয়েছেন বলেও তিনি জানান।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল