অ্যাপশহর

মাত্র ১% ভারতীয় আয়কর দেন!

আয়কর জমা দিয়েছেন ১.২৫ কোটি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ১%।

EiSamay.Com 2 May 2016, 11:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের জনসংখ্যার নিরিখে আয়করদাতার অ্যাকাউন্ট রয়েছে মাত্র ১%। ২০১২-১৩ সালের সরকারি তথ্যে এ কথা জানা গিয়েছে।
EiSamay.Com only 1 per cent indians pay income tax shows government data
মাত্র ১% ভারতীয় আয়কর দেন!


স্বচ্ছতা বজায় রাখতে সরকার জনতার প্রত্যক্ষ করের ১৫ বছরের বছরের তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রতি হিসেব এখনও পর্যন্ত শুধু ২০১২-১৩ সালেরটা প্রকাশিত হয়েছে। সে বছর ২.৮৭ কোটি নাগরিক তাঁদের নিজেদের আয়করের ফাইল জমা দিয়েছেন। তবে, তাঁদের মধ্যে ১.৬২ কোটি মানুষ আয়কর জমা দেননি। অর্থাত্‍‌ আয়কর জমা দিয়েছেন ১.২৫ কোটি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ১%। বর্তমানে দেশের জনসংখ্যা ১২৩ কোটি।

তথ্য জানা গিয়েছে, ২০১২-১৩ সালে যাঁরা আয়কর জমা দেওয়ার ফাইল জমা দিয়েছেন তাঁদের অধিকাংশেরই বার্ষিক বেতন ৫.৫ লাখ থেকে ৯.৫ লাখের মধ্যে। ওই বছর ১৯.১৮ লাখ করদাতা ২.৫ লাখ-৩.৫ লাখ উপার্জন করেছেন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল