অ্যাপশহর

সস্তা অনলাইনে টাকা পাঠানো

এর অর্থ এনইএফটি বা আরটিজিএস মারফত হয় নিখরচায় টাকা পাঠানো যাবে, আর তা না হলে টাকা পাঠানোর চার্জ অনেকটাই কমিয়ে দেওয়া হবে। বড় অঙ্কের টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দ্রুত পাঠানোর জন্য তাদের রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট সিস্টেম (আরটিজিএস) এবং অন্যান্য ফান্ড ট্রান্সফারের জন্য ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার ব্যবস্থা ব্যবহারের জন্য ব্যাঙ্কগুলির কাছ থেকে ন্যূনতম একটি চার্জ নিয়ে থাকে আরবিআই।

EiSamay.Com 7 Jun 2019, 1:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার প্রসারে এনইএফটি এবং আরটিজিএস প্রক্রিয়ায় টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ নেওয়া বন্ধ করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার দ্বিমাসিক ঋণনীতি ঘোষণার সময় এ কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
EiSamay.Com online money transaction
অনলাইনে টাকা পাঠানো


এর অর্থ এনইএফটি বা আরটিজিএস মারফত হয় নিখরচায় টাকা পাঠানো যাবে, আর তা না হলে টাকা পাঠানোর চার্জ অনেকটাই কমিয়ে দেওয়া হবে। বড় অঙ্কের টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দ্রুত পাঠানোর জন্য তাদের রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট সিস্টেম (আরটিজিএস) এবং অন্যান্য ফান্ড ট্রান্সফারের জন্য ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার ব্যবস্থা ব্যবহারের জন্য ব্যাঙ্কগুলির কাছ থেকে ন্যূনতম একটি চার্জ নিয়ে থাকে আরবিআই। অন্যদিকে, ব্যাঙ্কগুলিও গ্রাহকদের কাছ থেকে এই পরিষেবার জন্য চার্জ নিয়ে থাকে। ডিজিটাল ফান্ড ট্রান্সফার প্রক্রিয়াকে গুরুত্ব দিতে এবং গ্রাহকদের মধ্যে অনলাইনে টাকা পাঠানো এবং পেমেন্ট করার প্রবণতা বাড়াতে এই দুই ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এ সপ্তাহের মধ্যে ব্যাঙ্কগুলির কাছে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হবে।

তবে, নতুন ব্যবস্থায় ব্যাঙ্কগুলির আরটিজিএস এবং এইএফটি মারফত টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ বাবদ আয় কমবে বা বন্ধ হয়ে যাবে। সর্বত্র টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা এবং ভাইস প্রেসিডেন্ট মন্দার আগাসে বলেন, ‘আরটিজিএস এবং এনইএফটি ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ তুলে নিয়ে ব্যাঙ্কগুলিকে স্পষ্টতই ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া বাড়ানোয় জোর দিচ্ছে আরবিআই। এই পদক্ষেপ ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সহায়ক হবে, যাঁরা কম অঙ্কের আর্থিক লেনদেন করে থাকেন এবং কম মুনাফায় ব্যবসা করেন। কাজেই এই সিদ্ধান্তের ফলে দেশের অধিকাংশ ব্যক্তি উপকৃত হবেন। এর ফলে অনলাইনে পেমেন্ট বৃদ্ধি পাওয়ার সঙ্গে আর্থিক সংহতিকরণের কাজও হবে। চেক বা অন্য মাধ্যমে আর্থিক লেনদেনের থেকে এই প্রক্রিয়ায় খরচ অনেক কম।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল