অ্যাপশহর

নতুন ₹২০০ নোট আমি-আপনি না পেলেও বাজারে মিলছে জাল!

বাজারে সে ভাবে ২০০ টাকার নোট চালু না হলেও তা জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে ।

EiSamay.Com 8 Dec 2017, 8:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাজারে সে ভাবে ২০০ টাকার নোট চালু না হলেও তা জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে ।
EiSamay.Com of the counterfeit currency seized by j k police 270 notes were of rs 200 denomination
নতুন ₹২০০ নোট আমি-আপনি না পেলেও বাজারে মিলছে জাল!


শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পায় জম্মু পুলিশ। সেই মতো তল্লাশি চালিয়ে জম্মুর সির্ধা অঞ্চলের একটি বাড়ি থেকে ৬লক্ষ ৩৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করে তারা। শুধু মাত্র ২০০ টাকাই নয়, সেখান থেকে ১১৫০টি ৫০০ টাকার নোট, ১৯ টি ৫০ টাকা ও ২৭০ টি ২০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এক জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদকে আটক করেছে পুলিশ।

বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি ছাপার মেশিনও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেটি থেকে জাল নোট ছাপা হত বলে পুলিশের ধারণা। চলতি বছরের আগস্ট মাসে ২০০ টাকার নোট বাজারে ছেড়েছিল আরবিআই। তার মধ্যেই জাল নোট বানিয়ে ফেলেছে প্রতারকরা।

বিপুল টাকার এই জাল নোট উদ্ধার হওয়াও চিন্তিত হয়ে পড়েছে প্রশাসন। একটি কম্পিউটার, পোপার কাটার মেশিন-সহ একটি স্ক্যানার উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল