অ্যাপশহর

পাসপোর্টের মাসুল হ্রাস, ছাপা থাকবে হিন্দিতেও

আট বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের পাসপোর্ট আবেদনের চার্জ ১০ শতাংশ কমাল কেন্দ্র৷

EiSamay.Com 24 Jun 2017, 10:09 am
এই সময়: আট বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের পাসপোর্ট আবেদনের চার্জ ১০ শতাংশ কমাল কেন্দ্র৷ শুক্রবার ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বর্তমানে ১৬ বছর বয়স পর্যন্ত ১ হাজার টাকা এবং তার বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা চার্জ নেওয়া হয়৷
EiSamay.Com now passports to come in hindi too
পাসপোর্টের মাসুল হ্রাস, ছাপা থাকবে হিন্দিতেও


নতুন নিয়ম চালু হলে ৮ বছরের কম বয়সীদের পাসপোর্ট আবেদন বা পুনর্নবীকরণের ক্ষেত্রে ৯০০ টাকা , ৮ বছর থেকে ৬০ বছর বয়সীদের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা এবং ৬০ বছরের বেশি বয়সীদের পাসপোর্টের আবেদন বাবদ ১ হাজার ৩৫০ টাকা লাগবে৷ কেন্দ্র নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গেই গোটা দেশে এই নিয়ম চালু করা হবে বলে পাসপোর্ট দন্তরের এক আধিকারিক এই সময়কে জানান৷ এ বার থেকে সমস্ত নতুন পাসপোর্ট ইংরেজি এবং হিন্দি , দুই ভাষাতেই ইস্যু করা হবে বলেও এ দিন সুষমা জানান৷ তিনি বলেন , ‘পাসপোর্টে কমপক্ষে দু’টি ভাষার ব্যবহার হওয়া প্রয়োজন৷ আরবের সমস্ত দেশের পাসপোর্টে আরবি ভাষা ব্যবহার করা হয় , জার্মানি তাদের পাসপোর্টে জার্মান এবং রাশিয়া রাশিয়ান ভাষার ব্যবহার করে৷ তা হলে আমরাই বা হিন্দির ব্যবহার করব না কেন ?’

নাসিকের পাসপোর্ট ছাপাখানায় হিন্দিতে পাসপোর্ট ছাপানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে৷ কাজেই এ বার থেকে পাসপোর্টে হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই নিজস্ব নাম , ঠিকানা প্রভৃতি পাবেন আপনারা৷ গত বছরের ডিসেম্বরেই পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে নিয়ম শিথিল করার কথা বলেন মন্ত্রী৷ নির্ধারিত বয়সের আবেদনকারীদের জন্য চার্জ কমানো তারই অংশ৷ গত ডিসেম্বরেই আবেদনকারীরা তাদের জন্মতারিখের বৈধ প্রমাণপত্র হিসাবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট , প্যান কার্ড, আধার কার্ড বা ই -আধার , এগুলির মধ্যে যে কোনও একটি জমা দিতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷

এর পাশাপাশি আবেদনকারীরা তাদের সার্ভিস রেকর্ড, ড্রাইভিং লাইসেন্স , ভোটার আইডি কার্ড বা এলআইসি পলিসির বন্ড দাখিল করতে পারবে বলে জানানো হয়েছে৷ তত্কালে পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারী তাঁর রেশন কার্ড জমা দিতে পারেন বলেও এ দিন মন্ত্রী জানান৷ এর ফলে দেশের গ্রামাঞ্চলের বাসিন্দারা , যাঁদের অধিকাংশেরই এখন পর্যন্ত আধার নম্বর নেই তারা বিশেষ উপকৃত হবেন৷ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটা বড় সময় নিয়ে নেয় বলে এ দিন স্বীকার করে নেন মন্ত্রী৷

আর সে জন্য দেশের রাজ্যগুলিকে অন্ধ্রপ্রদেশ , তেলেঙ্গানা , দিল্লি , চণ্ডীগড় , গুজরাট এবং গোয়ার পদাঙ্ক অনুসরণ করার পরামর্শ দেন মন্ত্রী৷ এই রাজ্যগুলি ছ’দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে থাকে৷ পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের ফলে পাসপোর্ট দন্তরের আধিকারিকদের পদোন্নতি আটকাবে না বলে আশ্বস্ত করেন সুষমা৷ এ বছরের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান , বিবাহিত মহিলারা তাদের বিয়ের আগের পদবী পাসপোর্টে ব্যবহার করতে পারবেন৷ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কেন্দ্রে মহিলাদের পাওয়ার জন্যই তাঁর এই পদক্ষেপ বলে তিনি জানান৷ মুদ্রা এবং উজ্জ্বলা যোজনার মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাঁর সরকার কাজ করছে এবং সেই উন্নয়নের গতি ত্বরাণ্বিত করতেই তাদের বিবাহের আগের পদবী ব্যবহার করার সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে বলেই মোদী জানান৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল