অ্যাপশহর

দুঃসংবাদ! পেট্রল পাম্পে ক্রেডিট কার্ড ব্যবহারে আর মিলবে না ছাড়!

২০১৬-তে নোটবন্দির পর ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে পেট্রল পাম্পে নগদহীন লেনদেনের উপর ছাড় ঘোষণা করেছিল মোদী সরকার। ১৩ ডিসেম্বর, ২০১৬ থেকে চালু হওয়া এই সুযোগে পেট্রল পাম্পে ডিজিটাল লেনদেনের উপর ছাড় তিন দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যেত।

EiSamay.Com 30 Sep 2019, 5:42 pm

হাইলাইটস

  • এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ডে পেট্রল পাম্প থেকে তেল কিনলে ০.৭৫% ছাড় পেতেন গ্রাহকরা।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে ক্রেডিট, ডেবিট ও ই-ওয়ালেটের মতো বিভিন্ন ডিজিটাল লেনদেনে ছাড় দেওয়া তেল সংস্থাগুলির প্রায় ₹২ হাজার কোটি খরচ হয়েছে।
EiSamay.Com Credit Card
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: চালু করা হয়েছিল ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে। এবার আচমকাই ক্রেডিট কার্ডে পেট্রল পাম্পে লেনদেনে ক্যাশব্যাক বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ডে পেট্রল পাম্প থেকে তেল কিনলে ০.৭৫% ছাড় পেতেন গ্রাহকরা। তবে ১ অক্টোবর থেকে সেই নিয়ম প্রত্যাহার করা হচ্ছে। ইতিমধ্যেই এই মর্মে গ্রাহকদের কাছে মেসেজ পাঠাতে শুরু করেছে ব্যাংকগুলি।
ব্যাংকগুলির মেসেজ স্পষ্ট উল্লেখ, ইন্ডিয়ান ওয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের মতো তেল সংস্থাগুলিকে অবিলম্বে ছাড় বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার। তবে ক্রেডিট কার্ডে এই ছাড় উঠে গেলেও ডেবিট কার্ড ও ই-ওয়ালেটে লেনদেনে ছাড় বর্তমান থাকছে বলে জানা গেছে।

বিভিন্ন ব্যাংক থেকে পাঠানো মেসেজ


প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবর্ষে ক্রেডিট, ডেবিট ও ই-ওয়ালেটের মতো বিভিন্ন ডিজিটাল লেনদেনে ছাড় দেওয়া তেল সংস্থাগুলির প্রায় ₹২ হাজার কোটি খরচ হয়েছে।

২০১৬-তে নোটবন্দির পর ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে পেট্রল পাম্পে নগদহীন লেনদেনের উপর ছাড় ঘোষণা করেছিল মোদী সরকার। ১৩ ডিসেম্বর, ২০১৬ থেকে চালু হওয়া এই সুযোগে পেট্রল পাম্পে ডিজিটাল লেনদেনের উপর ছাড় তিন দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যেত।

ছাড় প্রত্যাহারের সিদ্ধান্তের জেরে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষ উৎসাহ হারাতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল