অ্যাপশহর

Nirmala Sitharaman: শ্মশানের কাজেও GST? সংসদে সাফ জবাব নির্মলার!

Nirmala Sitharaman এর বড় ঘোষণা। GST বসছে না দাহ কার্য ( GST On Cremation) সংক্রান্ত কোনও পরিষেবায়। স্বস্তি সাধারণ নাগরিকদের। এর আগে দাহ কার্যে GST বসবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 2 Aug 2022, 2:03 pm
সংসদে ফের একবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman)। শ্মশানের কাজে বসছে না গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস ( Goods and Service Taxes) বা GST। শ্মশানের পরিষেবা সহ দাহ কার্যের সঙ্গে যুক্ত সমস্ত সার্ভিস সম্পূর্ণভাবে GST-মুক্ত। সংসদে এই ঘোষণার ফলে খুশি হবেন দেশের নাগরিকেরা।
EiSamay.Com GST News
Nirmala Sitharaman ( ফাইল ফটো)


প্রসঙ্গত, 47-তম GST কাউন্সিলের বৈঠকের পর বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রীর উপর GST বৃদ্ধি করা হয়েছিল। যে তালিকায় দাহ কার্যের সঙ্গে জড়িত একাধিক সামগ্রীও ছিল। তাই বিষয়টি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল।

জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে, এমনিতেই কেন্দ্রকে চাপে রাখছে বিরোধীরা। মুদ্রাস্ফীতি নিয়ে একাধিকবার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। গতকালই, বিরোধীদের আক্রমণের জবাবে পালটা উত্তর দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, মুদ্রাস্ফীতিকে কাবু করার চেষ্টা করা হবে। 7% এর নীচে রাখার চেষ্টা করা হবে। তবে, দেশের আর্থিক শ্রীবৃদ্ধি নিয়ে, যে কোনও সংশয় নেই-- এমনটাও জানিয়েছেন তিনি। ভারত যে দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ-- এমনটাও জানিয়েছেন তিনি। সাফ বক্তব্য, ভারত যে আগামীদিনে তরতর করে এগোবে এ বিষয়েও তিনি নিশ্চিত।

Read More: undefined


GST ইস্যুতে কেন্দ্রকে একাধিকবার আক্রমণ করেছিল বিরোধীরা। যেখানে মুদ্রাস্ফীতি এতটা চড়া সেখানে নতুন করে কেন GST বাড়ানো হবে, তা নিয়ে উঠেছিল। বলা হয়েছিল, এবার কি মৃত্যুর পর শেষ কাজটুকু করতেও করের টাকা গুণতে হবে নাগরিকদের? একটানা প্রশ্নবানে জর্জরিত হচ্ছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সমেত, মন্ত্রিসভার বাকি সদস্যরাও জর্জরিত হয়েছিলেন। আজ সংসদে তার উত্তর দিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তিনি জানিয়েছেন, দাহ কার্য সংক্রান্ত কোনও ক্ষেত্রেই GST বসবে না। তবে দাহ কার্যের সঙ্গে জড়িত সামগ্রী তৈরি করতে যে কাঁচামাল, তার উপর GST লাগু হবে।

Read More: undefined

বিষয়টি আদপে কী রকম? শ্মশানে পোড়াতে গেলে কোনওরকমundefined দিতে হবে না। কিন্তু, শ্মশান তৈরি করতে গেলে যে কাঁচামাল-- তার উপর লাগু থাকছে GST। না হলে এই ব্যবসার সঙ্গে জড়িত বাকিরা লাভের মুখ দেখবেন না। এমনটাই মত সীতারমনের ( Nirmala Sitharaman)।

Read More: undefined
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল