অ্যাপশহর

নজরে মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ী, নয়া প্যাকেজের ভাবনা কেন্দ্রের

'আনলক' পর্বে একের পর এক রাজ্যে অর্থনৈতিক কাজকর্ম শুরু করা হয়েছে৷ এহেন অবস্থায় মধ্যবিত্ত পরিবার ও ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ সাহায্যের ব্যবস্থা করা গেলে আখেরে গোটা দেশের বেহাল অর্থনীতির পালেই হাওয়া দেবে বলে মনে করে সরকারের শীর্ষস্তর৷ ক'দিন আগেই মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন৷

EiSamay 8 Sep 2020, 11:49 am
এই সময়, নয়াদিল্লি: করোনার মারাত্মক প্রভাবের মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আরও একটি বিশেষ আর্থিক প্যাকেজ তৈরি করছে কেন্দ্রীয় সরকার৷ সূত্রের খবর, এতে মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এর আগেও ২০ লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, ওই প্যাকেজে কাজের কাজ কিছুই হয়নি। তার পরেই এই নতুন ভাবনা৷
EiSamay.Com nirmala sitharaman
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন


'আনলক' পর্বে একের পর এক রাজ্যে অর্থনৈতিক কাজকর্ম শুরু করা হয়েছে৷ এহেন অবস্থায় মধ্যবিত্ত পরিবার ও ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ সাহায্যের ব্যবস্থা করা গেলে আখেরে গোটা দেশের বেহাল অর্থনীতির পালেই হাওয়া দেবে বলে মনে করে সরকারের শীর্ষস্তর৷ ক'দিন আগেই মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন৷ তার পরেই প্যাকেজ ঘোষণার সময় নিয়ে জল্পনা শুরু হয়৷ আগামী ১৪ সেপ্টেম্বর থেকে সংসদের বাদল অধিবেশন শুরু৷ তার আগেই কেন্দ্র এটি ঘোষণা করে কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷

প্যাকেজের খুঁটিনাটি স্থির করতে আমলাদের সঙ্গে প্রায় প্রতি দিন বৈঠক করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ শিল্প-বাণিজ্য ক্ষেত্রের কোন কোন দিকে গুরুত্ব দিতে হবে তা নিয়ে আবার নির্দেশ যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতর থেকে৷ সূত্রের খবর, আদর্শ আর্থিক প্যাকেজ নিয়ে ইতিমধ্যে অর্থমন্ত্রকের প্রতিনিধিদের কাছে মতামত জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতিরা৷ কেন্দ্রের দীর্ঘমেয়াদি সাহায্য না পেলে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ঘুরে দাঁড়ানো যে রীতিমতো সমস্যার, তা-ও জানান তাঁরা৷ সে সূত্রেই নতুন প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের বাড়তি গুরুত্ব দেওয়ার ভাবনা। বিরোধী শিবির অবশ্য এতে খুব বেশি আস্থাবান নয়। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্ন, 'এই সরকার সাংসদ উন্নয়ন তহবিলের টাকা দিচ্ছে না। রাজ্যের প্রাপ্য দিচ্ছে না। জিএসটির বকেয়া অঙ্ক মেটাচ্ছে না। তার উপরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্থা-ও বিক্রি করছে৷ দেশের এহেন দেউলিয়া পরিস্থিতিতে নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা করে কী হবে?'

পরের খবর