অ্যাপশহর

আইসিআইসিআই ব্যাঙ্কে অনলাইনে পিপিএফ খাতা খোলার পরিষেবা

পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (পিপিএফ) খুলতে আর ব্যাগভর্তি নথি-দস্তাবেজ জমা দিতে হবে না৷

EiSamay 11 Dec 2017, 12:46 pm
এই সময়: পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (পিপিএফ) খুলতে আর ব্যাগভর্তি নথি -দস্তাবেজ জমা দিতে হবে না৷ অন্তত আইসিআইসিআই ব্যাঙ্কে কোনও গ্রাহক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে গেলে তাঁকে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে হাজারো নথি ব্যাঙ্কে জমা দিতে হবে না৷ গ্রাহকদের সুবিধার্থে আইসিআইসিআই ব্যাঙ্ক একটি ডিজিটাল পরিষেবা শুরু করেছে যার মাধ্যমে গ্রাহকরা অনলাইনেই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ এক বিবৃতিতে ব্যাঙ্কটি এ কথা জানিয়েছে৷
EiSamay.Com new facilitate the customers icici bank has started a digital service for ppf accounts online
আইসিআইসিআই ব্যাঙ্কে অনলাইনে পিপিএফ খাতা খোলার পরিষেবা


নয়া পরিষেবা ব্যবহার করে গ্রাহকরা সম্পূর্ণ অনলাইনে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং হাতে করে কোনও নথি ব্যাঙ্কে জমাও দিতে হবে না তাদের৷ ‘নতুন ব্যবস্থায় পিপিএফ অ্যাকাউন্ট খুলতে ব্যাঙ্কের গ্রাহকদের আর ব্যাঙ্কের শাখায় গিয়ে কাগজের ফর্ম এবং অন্যান্য নথি জমা দিতে হবে না৷ নিজেদের সুবিধা মতো বাড়ি বা অফিসে বসেই এই অ্যাকাউন্ট খোলা যাবে৷ ব্যাঙ্কের ওয়েবসাইট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা ,’ বিবৃতিতে জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক৷

ভারতের ব্যাঙ্কগুলির মধ্যে সম্পূর্ণ ডিজিটাল এবং কাগজহীন প্রক্রিয়ায় পিপিএফ অ্যাকাউন্ট খোলার পরিষেবা তারাই প্রথম শুরু করল বলে দাবি করেছে ব্যাঙ্কটি৷ সন্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা এই পরিষেবা দেবে ব্যাঙ্কটি৷ গ্রাহকদের নিজস্ব ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং সাইটে লগ ইন করে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে৷ গ্রাহকদের সুবিধার জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক যখন অনলাইনে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছে ঠিক তখনই ব্যাঙ্কটির কাঁধে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট (ই -ন্যাম )-এর সঙ্গে যুক্ত ৪৭০টি কিষাণ মান্ডির আর্থিক লেনদেন অনলাইনে করার দায়িত্ব তুলে দিয়েছে কেন্দ্র৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক এ কথা জানান৷ বর্তমানে , ই -ন্যাম -এর সঙ্গে যুক্ত কিষাণ মান্ডির কৃষকরা চিরাচরিত ব্যাঙ্ক ব্যবস্থা , ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং মারফত আর্থিক লেনদেন করে থাকে৷ আধিকারিকটির কথায় , ‘ই -ন্যাম অন্তর্ভুক্ত কিষাণ মান্ডিগুলির কৃষকরা নিজেদের মধ্যে কেনাবেচা শুরু করেছে আর সে কারণে আমরা সম্পূর্ণ আর্থিক লেনদেন প্রক্রিয়া অনলাইনে করতে চাই৷ আর্থিক লেনদেন দ্রুত করার জন্য এবং সে ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এই নতুন ব্যবস্থার দায়িত্ব আইসিআইসিআই ব্যাঙ্কের উপর দেওয়া হয়েছে৷ ’

নগদহীন লেনদেন শুরু করতে ই-ন্যাম পোর্টালে ভারত ইন্টারফেস ফর মানি (ভীম) অ্যাপ এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) কার্যকর করবে আইসিআইসিআই ব্যাঙ্ক , আধিকারিকটি জানান৷ এর ফলে ই -ন্যাম পোর্টাল ব্যবহার করে কেনাবেচার আর্থিক লেনদেন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করা যাবে৷ বর্তমানে দেশের ১৪টি রাজ্যের ৪৭০টি কৃষিবাজার ই-ন্যাম পোর্টালের সঙ্গে যুক্ত এবং এই প্ল্যাটফর্মে ৯০টি পণ্যের কেনাবেচা হয়ে থাকে৷ ২০১৬ -র এপ্রিলে এই পরিষেবা শুরু করা হয়৷ ২০১৮ সালের মার্চের মধ্যে দেশের ৫৮৫টি কৃষিবাজারকে এই পোর্টালের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ প্রথম দফায় একই মান্ডির অন্তর্গত কৃষকদের নিজেদের মধ্যে অনলাইনে কেনাবেচার প্রক্রিয়া শুরু করা হলেও আন্তঃরাজ্য কৃষিবাজার গুলির মধ্যে অনলাইনে কেনাবেচা শুরু করতে আগ্রহী কেন্দ্র৷ ‘এক দেশ এক বাজার ’-এর ভাবনা থেকেই এই প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল