অ্যাপশহর

আয়কর ব্যবস্থা সরল করতে নয়া বিল

এক ডজনের বেশি পরোক্ষ করের জায়গায় একক পণ্য ও পরিষেবা কর (জিএসটি ) ব্যবস্থা শুরু করার পর এ বার প্রত্যক্ষ কর ব্যবস্থারও এই ধরনের সরলীকরণ করে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা করছে মোদী সরকার৷

EiSamay.Com 11 Oct 2017, 12:42 pm
এই সময় : এক ডজনের বেশি পরোক্ষ করের জায়গায় একক পণ্য ও পরিষেবা কর (জিএসটি ) ব্যবস্থা শুরু করার পর এ বার প্রত্যক্ষ কর ব্যবস্থারও এই ধরনের সরলীকরণ করে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা করছে মোদী সরকার৷ দেশের বর্তমান আয়কর , ক্যাপিটাল গেইনস ট্যাক্স , সম্পত্তি কর প্রভৃতি প্রত্যক্ষ কর ব্যবস্থার রদবদল চেয়ে একটি খসড়া প্রস্তাব সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের আগেই জনগণের মতামতের জন্য প্রকাশ করা হতে পারে৷ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কয়েকজন সরকারি আধিকারিক জানান , করদাতাদের একাধিক রিটার্ন দাখিল করার ঝামেলা থেকে রেহাই দিতে এবং কর -সংক্রান্ত বিবাদের দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যক্ষ কর ব্যবস্থার বিভিন্ন প্রক্রিয়া -পদ্ধতি আরও সরল করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
EiSamay.Com new bill to simplify the income tax system
আয়কর ব্যবস্থা সরল করতে নয়া বিল


মান্ধাতা আমলের আয়কর আইন এবং বিভিন্ন আদালতে সেই আইনগুলির বিভিন্ন ব্যাখ্যার গেরোয় প্রায় ১০ লক্ষ কোটি টাকা (বাজেটে সরকারের মোট রাজস্ব আদায় লক্ষ্যের ৬৩%) কর আদায় বকেয়া পড়ে রয়েছে৷ তাছাড়া , বর্তমানে আইন মেনে আয়কর দেওয়ার ঝামেলাও যেমন অনেক তেমনি করফাঁকি দেওয়ার জন্য আইনের ফাঁক -ফোকরও অনেক৷ যে কারণে , দেশের মোট জনসংখ্যার ৯৮ % মানুষই আয়কর দেন না৷ কর উপদেষ্টা সংস্থা খৈতান অ্যান্ড কোম্পানির এগজিকিউটিভ ডিরেক্টর দক্ষা বক্সি বলেন , ‘এমন নয় যে ভারতে আয়করের হার অনেক বেশি৷ বরং বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাবে ভারতে আয়করের হার যথার্থ৷ কিন্ত্ত , বর্তমান কর আইনের জটিলতা এবং কর আদায় করতে (কর ) আধিকারিকা যে ভাবে আয়কর আইনের বিভিন্ন ধারা ও নিয়মের দুর্পোযোগ করেন তাতে সাধারণ মানুষের মধ্যে আয়কর নিয়ে চরম ভীতি তৈরি হয়েছে৷ ’ উল্লেখ্য , এর আগে ইউপিএ সরকার প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার চেয়ে একটি সরল ডিরেক্ট ট্যাক্স কোড (ডিটিসি ) তৈরি করেছিল৷

কিন্ত্ত , ২০১৪ সালে ক্ষমতায় এসে মোদী সরকার ওই ডিটিসি বাতিল করে দেয়৷ আমাদের দেশের বর্তমান আয়কর আইন ১৯৬১ সালে তৈরি হয়েছিল৷ ‘কিন্ত্ত , তারপর থেকে আয়কর আইনের হাজারো সংশোধন হয়েছে এবং বর্তমানে তা জোড়া -তালি দেওয়া আইনে পরিণত হয়েছে ,’ আরেক কর উপদেষ্টা সংস্থা প্রাইস ওয়াটারহাউস কুপার্স-এর পার্টনার রাহুল গর্গ বলেন৷ তিনি মনে করেন , ‘নতুন আয়কর আইন আধুনিক হওয়া উচিত যেটি ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির পরিবর্তনের কথা মাথায় রেখেই করতে হবে৷ ’আয়কর রিটার্ন জমা দেওয়া ও করদাতার দেওয়া তথ্য নিয়ে আয়কর দন্তরের কোনও সন্দেহ থাকলে সেই সন্দেহ নিরসনের জন্য অনলাইন ও ই -মেল ব্যবহারের যে ব্যবস্থা সম্প্রতি সরকার শুরু করেছে তাতে গোটা আয়কর ব্যবস্থার সরলীকরণের দিকেই যে সরকার যেতে চাইছে সেটা স্পষ্ট৷ গত সন্তাহেই আয়কর আধিকারিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , ইলেকট্রনিক অ্যাসেসমেন্ট , অনলাইনে অভিযোগ -নালিশ নিষ্পত্তি প্রভৃতি নৈর্ব্যক্তিক পদ্ধতির উপর জোর দিয়েই কর আদায় বাড়াতে হবে৷ ‘সরকার এমন একটি কর ব্যবস্থার পরিকল্পনা করছে যেখানে একদিকে করফাঁকি দিতে দুর্নীতিগ্রস্তরা সাহস না পায় এবং অন্যদিকে সত্ নাগরিকরা কর দিতে এগিয়ে আসে ,’ সরকারি আধিকারিকটি বলেন৷ নতুন ব্যবস্থায় অগ্রিম কর দেওয়ার সংখ্যাও কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে৷ বর্তমানে কর্পোরেট সংস্থাগুলিকে এবং চাকুরিজীবী ছাড়া অন্য ব্যক্তিগত করদাতাদের বছরে চার বার অগ্রিম কর দিতে হয়৷ সেই সংখ্যা কমানো হতে পারে৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল