অ্যাপশহর

​কড়া দাওয়াইয়ের জের? সুইস ব্যাঙ্কে কমছে ভারতীয়দের সঞ্চয়

ভারতীয়রা সুইস ব্যাঙ্কে টাকা রাখার পরিমাণ ক্রমেই কমাচ্ছে।

EiSamay.Com 2 Jul 2017, 9:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের কালোটাকা দেশে ফিরবে কিনা, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা থাকলেও, সুইস ব্যাঙ্কে টাকা রাখার পরিমাণে অনেকটাই পিছিয়ে গেল ভারত। সুইস ব্যাঙ্কের বিদেশি গ্রাহকের তালিকায় ৮৮ নম্বরে নেমে গেল ভারত। শীর্ষে ব্রিটেন।
EiSamay.Com money in swiss banks india slips to 88th place
​কড়া দাওয়াইয়ের জের? সুইস ব্যাঙ্কে কমছে ভারতীয়দের সঞ্চয়


সুইস ব্যাঙ্কে বিদেশি গ্রাহকদের রাখা মোট অর্থের ০.০৪ শতাংশ ভারতীয়দের টাকা। ২০১৫ সালে ভারত ছিল ৭৫ নম্বরে। ২০০৭ পর্যন্ত ভারত ছিল প্রথম ৫০-এ। সবচেয়ে বেশি র‌্যাঙ্ক উঠেছিল ২০০৪ সালে। ৩৭ নম্বরেই ছিল ভারত। অতএব বোঝা যাচ্ছে, ভারতীয়রা সুইস ব্যাঙ্কে টাকা রাখার পরিমাণ ক্রমেই কমাচ্ছে।

সুইস ব্যাঙ্কের একটি ডেটা বলছে, কালো টাকা বন্ধ করতে কেন্দ্রের নানা পদক্ষেপের জেরেই সুইস ব্যাঙ্কে টাকা রাখা কমিয়েছে অনেক ভারতীয়ই। ভারতের আগে রয়েছে মরিশাস, ইরান, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, কাজাখস্তান, ইউক্রেন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, কানাডা ও মেক্সিকো।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল