অ্যাপশহর

₹৩ লাখের বেশি নগদ লেনদেনে নিষেধাজ্ঞা!

কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে এবার ৩ লাখ টাকার উপর নগদ লেনদেন নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

EiSamay.Com 22 Aug 2016, 12:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে এবার ৩ লাখ টাকার উপর নগদ লেনদেন নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট নিযুক্ত স্পেশ্যাল ইনভেস্টিগেটিভ টিম (SIT)-এর এই প্রস্তাব মেনে নিলেও, ১৫ লাখ টাকার বেশি নগদ কাছে রাখার উপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবটি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
EiSamay.Com modi government set to ban cash transactions over rs 3 lakh
₹৩ লাখের বেশি নগদ লেনদেনে নিষেধাজ্ঞা!


৩ লাখ টাকার উপর নগদ লেনদেনে নিষেধাজ্ঞা জারি হলে, শুধুমাত্র ক্রেডিট বা ডেবিট কার্ড, চেক ও ড্রাফটের মাধ্যমেই লেনদেন করা যাবে। এর ফলে কালো টাকার কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে ইতোমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ করেছে সরকার। সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে ২০,০০০ টাকার বেশি নগদ আগাম দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্স ও ইতালির উদাহরণ দিয়ে SIT জানিয়েছিল যে, সেখানেও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর আর নগদে লেনদেন করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ২০,০০০ টাকার উপরে নগদে লেনদেন হয় ও তার কোনও উল্লেখ আয়কর দপ্তরের কাছে করা হয় না। এধরনের ঘটনায় আয়কর দপ্তরের পক্ষেও সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা কঠিন বলে জানায় SIT।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল