অ্যাপশহর

MobiKwik IPO: লক্ষ্য ১,৫০০ কোটি টাকা! সেপ্টেম্বরের মধ্যে শেয়ার ছাড়বে Mobikwik

ভারতীয় ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট স্টার্টআপ সংস্থা মোবিক্যুইক শেয়ার বাজারে (Mobikwik IPO) পা রাখার পরিকল্পনা করেছে। বাজার থেকে ২০-২৫ কোটি ডলার তুলতে চায় এই ভারতীয় সংস্থাটি। Mobikwik-এর মূল্য ৭,৫০০ কোটি টাকায় দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

Ei Samay 23 Mar 2021, 11:58 am
এই সময়: চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বাজারে শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়েছে ভারতীয় ডিজিটাল ওয়ালেট এবং পেমেন্ট স্টার্টআপ সংস্থা মোবিক্যুইক (MobiKwik IPO)। বাজার থেকে ২০-২৫ কোটি ডলার (আনুমানিক ১,৫০০ কোটি টাকা) তুলতে চায় সংস্থাটি। মোবিক্যুইকের এক আধিকারিকের কথায়, 'মে মাসের মধ্যে তাদের খসড়া আইপিও প্রসপেক্টাস জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। মোবিক্যুইকের মূল্যায়ন ১০০ কোটি ডলার বা আনুমানিক ৭,৫০০ কোটি টাকায় দাঁড়াতে পারে।' বাজারে শেয়ার ছাড়ার আগে আর একবার সংস্থার মূল্যায়ন করানো হতে পারে, তিনি জানান।
EiSamay.Com mobi
প্রতীকী ছবি


ডিজিটাল ওয়ালেট এবং মোবাইল রিচার্জ এমনকি বিদ্যুতের বিল থেকে শুরু করে প্রতি দিন মোট ১০ লক্ষ আর্থিক লেনদেন হয় মোবিক্যুইকের প্ল্যাটফর্ম ব্যবহার করে। গোটা দেশে প্রায় ৩০ লক্ষ ব্যবসায়ী তাদের প্ল্যাটফর্মে রয়েছে এবং ১০.৭ কোটি ব্যবহারকারীকে পরিষেবা দিয়ে থাকে সংস্থাটি। মোবিক্যুইকে সিকোইয়া ক্যাপিটাল এবং বাজাজ ফিনান্স লিমিটেডের বিনিয়োগ রয়েছে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর