অ্যাপশহর

দাম বাড়ল মারুতি গাড়ির

বর্তমানে মারুতি চার চাকার ছোটগাড়ির দাম শুরু হয় ২ লক্ষ ৮৯ হাজার টাকা থেকে। তিন লাখের মারুতি অল্টো থেকে সাড়ে এগারো লক্ষের এক্সএল৬ গাড়ির দাম কতটা বাড়বে, তার এখনই কোনও খবর পাওয়া যায়নি।

EiSamay.Com 28 Jan 2020, 4:39 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ইনপুট কস্ট অনেকখানি বেড়ে যাওয়ায়, গাড়ির দাম বাড়াতে বাধ্য হল মারুতি সুজুকি। দেশের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থার তরফে সোমবার ঘোষণা করা হয়েছে, বিভিন্ন গাড়ির মডেলে ৪.৭ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার, ২৭ জানুয়ারি থেকে বির্ধিত দাম কার্যকর হবে। মারুতি সুজুকির কোন কোন মডেলের দাম বেড়েছে, সংস্থার তরফে তা বিশদে জানানো হয়নি।
EiSamay.Com Maruti


সংস্থার তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইনপুট কস্টের তুলনায় গাড়ির দাম বাড়ানো হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গাড়ির মূল্য বৃদ্ধি করা আবশ্যিক হয়ে পড়েছে। তবে বিভিন্ন মডেলের গাড়ির দাম বিভিন্ন হবে।

বর্তমানে মারুতি চার চাকার ছোটগাড়ির দাম শুরু হয় ২ লক্ষ ৮৯ হাজার টাকা থেকে। তিন লাখের মারুতি অল্টো থেকে সাড়ে এগারো লক্ষের এক্সএল৬ গাড়ির দাম কতটা বাড়বে, তার এখনই কোনও খবর পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে টানা ব্যবসায় মন্দা চলছে মারুতির। নভেম্বর মাসেই অল্টো, এস-প্রেসো, ওয়াগনার, সুইফট, সেলেরিও, ডিজায়ারের মতো মারুতি সুজুকির নানা মডেলের বিক্রি ৩.২ শতাংশ পড়েছে। সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার ৬৩০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে গত বছর নভেম্বরে। যা তার আগের বছরের নভেম্বরের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এর মধ্যে ১৯৮৩ সাল থেকে গত ৩৬ বছরে ভারতে ২ কোটি গাড়ি বিক্রি করে নজির গড়েছে মারুতি সুজুকি।

বেশির ভাগ গাড়িনির্মাতা ভারত স্টেজ-৬ এমিসন নর্মে আপগ্রেড করছে। ২০২০ সালের ১ এপ্রিল থেকেই তা কার্যকর হবে। ফলে, আপগ্রেডের জন্যও চার চাকা গাড়ির দাম বাড়বে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল