অ্যাপশহর

আশা জাগিয়ে সেপ্টেম্বরে মারুতি বিক্রি বাড়ল ৩২%

এই মাসিক সমীক্ষা রিপোর্টে গত মাসের সূচক অগস্টের ৫২ থেকে লাফিয়ে ৫৬.৮ হয়েছে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংস্থা আইএইচএস মার্কিট বৃহস্পতিবার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তাদের পার্চেজিং ম্যানেজারস ইনডেক্স প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।

EiSamay 2 Oct 2020, 1:55 pm
এই সময়: সেপ্টেম্বরে দেশের কলকারখানাগুলিতে কাজকর্ম গত আট বছরে সবচেয়ে দ্রুত বেড়েছে। ব্রিটিশ সংস্থা আইএইচএস মার্কিট বৃহস্পতিবার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তাদের পার্চেজিং ম্যানেজারস ইনডেক্স প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।
EiSamay.Com maruti suzuki
মারুতি


বিভিন্ন কলকারখানার পার্চেজিং ম্যানেজারদের নিয়ে করা এই মাসিক সমীক্ষা রিপোর্টে গত মাসের সূচক অগস্টের ৫২ থেকে লাফিয়ে ৫৬.৮ হয়েছে বলে জানানো হয়েছে। ওই সূচক ৫০-এর নীচে থাকার অর্থ সঙ্কোচন এবং ৫০-এর বেশি থাকার অর্থ বৃদ্ধি। তবে, উৎপাদন যথেষ্ট বাড়লেও কলকারখানাগুলিতে কর্মী ছাঁটাই সেপ্টেম্বরেও অব্যাহত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে। এই নিয়ে টানা ছ'মাস দেশের কলকারখানাগুলিতে কর্মী ছাঁটাই চলছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল