অ্যাপশহর

মিত্তলের বাড়িতে আমন্ত্রিত মমতা, আশা বিনিয়োগেরও

ভগিনী নিবেদিতার বাড়িতে ব্লু প্লাক তথা হেরিটেজ ফলক বসানোর অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

EiSamay.Com 12 Nov 2017, 8:19 am
তাপস প্রামাণিক ■ লন্ডন
EiSamay.Com mamata banerjee will participate in an event in london to commemorate sister niveditas 150th birth anniversary
মিত্তলের বাড়িতে আমন্ত্রিত মমতা, আশা বিনিয়োগেরও

ভগিনী নিবেদিতার বাড়িতে ব্লু প্লাক তথা হেরিটেজ ফলক বসানোর অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্ত্ত সেটা নিছকই উপলক্ষ মাত্র৷ নিবেদিতার বাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকেই রথ দেখা , কলা বেচার মতো রাজ্যে বিনিয়োগ টানার কাজটাও সেরে নিতে চাইছেন তিনি৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী লন্ডনের প্রথম সারির শিল্পপতি তথা ইস্পাত টাইকুন লক্ষ্মী নিবাস মিত্তলের বাড়িতেও যাবেন৷ খোদ মিত্তলই মমতাকে তাঁর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷ সম্ভবত ১৩ নভেম্বর তিনি সেই আমন্ত্রণ রক্ষা করতে যাবেন৷ তখনই রাজ্যের আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মিত্তলকে আসার আমন্ত্রণ জানাবেন মমতা৷

লন্ডনের আর এক নামকরা অনাবাসী ভারতীয় শিল্পপতি স্বরাজ পলের বাড়িতেও মুখ্যমন্ত্রীর যাওয়ার পরিকল্পনা রয়েছে৷ ব্রিটেনের শিল্প জগতের কাছে বাংলার শিল্প -ভাবমূর্তি উজ্জ্বল করতে এডিনবার্গে একটি ছোটখাট শিল্প -সম্মেলনের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে৷ সেখানে রাজ্যে শিল্প সম্ভাবনার কথা তুলে ধরবেন মমতা৷ রাজ্যে বিনিয়োগ টানার উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে স্বভাবতই আশার আলো দেখছে শিল্প মহল৷ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী লক্ষ্মী মিত্তল বিশ্বের শিল্প জগতে একটি পরিচিত নাম৷ বিশ্বের সবথেকে বড় ইস্পাত নির্মাণ কোম্পানির অন্যতম কর্ণধার তিনি৷ তাঁকে অনেকে ‘কিং অফ স্টিল ’ নামেও ডাকেন৷ ২০০৫ সালে ফোর্বস পত্রিকা লক্ষ্মী মিত্তলকে বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি বলে চিহ্নিত করেছিল৷ ২০১৭ সালের বিচারে অবশ্য মিত্তালের র্যাঙ্ক ৫৬৷ ব্রিটেনের সব থেকে দামি বাড়িটিরও মালিক তিনি৷ ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন , ওয়ার্ল্ড ইকনমিক ফোরামস ইন্টারন্যাশনাল বিজনেস কাউন্সিলের মতো বিশ্বের নামকরা বাণিজ্যিক সংস্থার গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তিনি৷ তাই লন্ডনে লক্ষ্মী মিত্তলের বাড়িতে মুখ্যমন্ত্রীর আগমনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে শিল্পমহল৷ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী এক শিল্পপতির কথায় , ‘যাঁর ডাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বাড়িতে চলে আসেন , তিনিই আবার মুখ্যমন্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছেন৷ এটা আমাদের রাজ্যের শিল্পমহলের কাছে খুব বড় পাওনা৷ মিত্তলরা এখনও পর্যন্ত রাজ্যে কোনও বিনিয়োগ করেননি৷

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মিত্তলরা যদি রাজ্যে ইস্পাত কারখানা খুলতে রাজি হন , তার থেকে বড় খবর আর কিছু হয় না৷ ’নভেম্বর মাস পড়তে না পড়তেই লন্ডনে শীতের দাপট শুরু হয়েছে৷ যখন তখন বৃষ্টি হচ্ছে৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ গত কয়েক মাসে একাধিক জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কের রেশ এখনও কাটেনি লন্ডনবাসীর৷ তার মধ্যেই উইম্বলডনে ২১ হাই স্ট্রিটে ভগিনী নিবেদিতার বাড়িতে ব্লু প্লাক বসতে চলেছে৷ অনুষ্ঠানের মূল আয়োজক ইংলিশ হেরিটেজ সংস্থা৷ সেই অনুষ্ঠানের স্টার অতিথি হলেন মমতা৷ ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে তিনিই ব্লু প্লাক উন্মোচন করবেন৷ ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে৷ অনুষ্ঠানের শুরুটা হবে খোলা রাস্তায়৷ বাকিটা হবে উইম্বলডন লাইব্রেরির সভাগৃহে৷ একই দিনে লন্ডনে ‘রিমেম্বারেন্স ডে ’ থাকায় জঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ৷ ফলে বাইরের অনুষ্ঠান কাটছাঁট করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তা সারদা সরকার৷ অনুষ্ঠানে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , স্থানীয় মেয়র মার্সি স্কেটি , ইংলিশ হেরিটেজের প্রতিনিধি আন্না ইয়াভিস , ভারতের ডেপুটি হাইকমিশনার দীনেশ পট্টনায়েক , রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী সুহিতানন্দ প্রমুখ৷ এই উপলক্ষে স্কুলের ছাত্র -ছাত্রীরা একটি নাটক পরিবেশন করবেন৷ এছাড়াও উইম্বলডন হিস্ট্রি মিউজিয়ামে রাখার জন্য নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের একটি মূর্তি মেয়রের হাতে তুলে দেবেন মমতা৷ নিবেদিতার পরিবারের তরফে বক্তব্য রাখবেন এমিলি বুচানন৷ ব্লু প্লাক অনুষ্ঠানে মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রীলন্ড ন ডায়েরিজ ...মশা ও মুখ্যমন্ত্রীমশার হাত থেকে নিষ্কৃতী নেই৷

কলকাতা হোক অথবা দুবাই৷ কলকাতা থেকে লন্ডন যাওয়ার পথে দুবাই বিমানবন্দরের এগজিকিউটিভ লাউঞ্জে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সে সময় আচমকা একটা মশা উড়তে দেখেন তিনি৷ তার পরই সফররত কলকাতার সাংবাদিকদের ঠাট্টা করে মমতা বলেন , ‘তোমরা তো শুধু কলকাতার মশা নিয়ে হইচই কর৷ কিন্ত্ত দুবাই এয়ারপোর্টেও তো দেখছি মশা রয়েছে৷ এই বেলায় তো কিছু বলছ না৷ ’ রোজকার জ্যামট্র্যাফিক জ্যামে হাঁসফাঁস লন্ডনও৷ ছুটির দিনেও৷ ভগিনী নিবেদিতার বাড়িতে হেরিটেজ ফলক বসানোর অনুষ্ঠানে যোগ দিতে এসে সেই অভিজ্ঞতার মুখোমুখি৷ গ্যাটউইক বিমানবন্দর থেকে সেন্ট জেমস হোটেলে পৌঁছতে গিয়ে বারবার থমকে দাঁড়াল ভলভো৷ যে রাস্তা পেরোতে এক ঘণ্টা লাগে , সেটা লেগে গেল দেড় ঘণ্টা৷ কারণ জানতে চাইলে ভাবলেশহীন চালকের জবাব , ‘এটা রোজকার ঘটনা৷ ধৈর্য ধরে বসুন৷ ’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল