অ্যাপশহর

দুবাইয়ে আত্মঘাতী অনাবাসী ভারতীয় ব্যবসায়ী

অর্থকষ্টে আত্মঘাতী দুবাই প্রবাসী ভারতীয় তেল ব্যবসায়ী। বিজনেসে সম্প্রতি ব্যাপক লস হয়। তার জেের অফিস বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বুধবার তাঁর মৃতদেহ কেরালার বাড়িতে পৌঁছেছে।

EiSamay.Com 30 Apr 2020, 4:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে আত্মহত্যা করলেন অনাবাসী ভারতীয়, মালয়ালি 'অয়েল টাইকুন' জয় আরাক্কল। বয়স হয়েছিল ৫৪ বছর। বিজনেস বে'র নিজের অফিস বিল্ডিং থেকে ঝাঁপ খেয়ে তিনি আত্মহত্যা করেন।
EiSamay.Com kappal-joy


দুবাই পুলিশ সূত্রে খবর, আর্থিক সংকটের কারণে অনাবাসী ভারতীয় ব্যবসায়ী ২৩ এপ্রিল আত্মহত্যা করেন। মৃতদেহ পরীক্ষার পর সম্প্রতি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ২০ বছর ধরে দুবাইয়ে তেলের ব্যবসা করছিলেন জয়। বাড়ি কেরালার ওয়ানাডের মানাথবাদীতে। ছিলেন ইনোভা রিফাইনিং অ্যান্ড ট্রেডিং-এর ম্যানেজিং ডিরেক্টর। কেরালায় ৪৫ হাজার স্কোয়ার ফিটের তাক লাগানো নিজস্ব ম্যানসন রয়েছে। কেরালায় বড় বাড়িগুলির মধ্যে একটি এই ম্যানসন

অনাবাসী ওই ব্যবসায়ীর এক পারিবারিক বন্ধু জানান, পেট্রোলিয়ামের ব্যবসায় বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জয়। যার জেরে এই পরিণতি। বুধবারই চ্যাটার্ড ফ্লাইটে ওই ব্যবসায়ীর কেরালার বাড়িতে কফিনবন্দি দেহ পৌঁছে যায়। কোঝিকোড় বিমানবন্দর থেকে মৃতদেহ আনা হয় বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চার্চের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

পরের খবর