অ্যাপশহর

বহুজাতিকদের সঙ্গে টক্কর! মাত্র ২ বছরে ১৩০ কোটির ব্যবসা এই 'স্বদেশী' বিয়ার কোম্পানির

২০১৮ সালে রোহন খারের হাতে তৈরি 'ব্যাড মাঙ্কি বিয়ার'-এর ৯ লক্ষের বেশি কেস দেশের চার রাজ্যে বিক্রি হয়ে গিয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়াতেও বর্তমানে ব্যাড মাঙ্কি বিয়ার রফতানি হচ্ছে।

EiSamay.Com 12 Dec 2020, 1:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অনেকেরই বিয়ারের প্রতি ভালোলাগা থাকে। কিন্তু তা বলে নিজের বিয়ার কোম্পানি তৈরির কথা ক'জন ভাবে? তবে শুধু ভাবাই নয়, তা বাস্তবে করে দেখিয়েছেন রোহন খারে নামে এক যুবক। আত্মপ্রকাশের মাত্র দু'বছরের মধ্যে ভারতের চার রাজ্যে তাঁর হাতে তৈরি 'ব্যাড মাঙ্কি বিয়ার' (Bad Monkey Beer) হিট। বাজারে সেটি বিশেষ পরিচিতি তৈরি করে নিয়েছে। শুধু তাই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে এখন এই ভারতীয় বিয়ার পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়া।
EiSamay.Com ber 1
প্রতীকী ছবি


নিজের লক্ষ্য হয়তো অনেক আগেই হয়তো স্থির করে নিয়েছিলেন রোহন। মনে মনে তারই সলতে পাকানো চলছিল। তাই দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পরে আর কিছু না ভেবে ওয়াইন অ্যান্ড স্পিরিট এডুকেশন ট্রাস্ট-এ (WSET) কোর্স ভর্তি হলেন। পড়াশোনা শেষে 'Rock and Storm' নামে একটি লিকার ব্র্যান্ডের প্রোডাক্ট হেড হিসেবে যোগ দেওয়া। এর ঠিক তিন বছরের মাথায় জীবন নতুন মোড় নিলো। চাকরি ছেড়ে দিয়ে নেমে পড়লেন স্বপ্ন পূরণে। লক্ষ্য এবার নিজের বিয়ার কোম্পানি তৈরি। পরিশ্রম ও সঠিক পরিকল্পনা কিছু দিনের মধ্যে আলোর মুখ দেখল তাঁর কোম্পানি।

নয়া রূপে (ছবি সৌজন্যে: কোম্পানির ওয়েবসাইট)


এই মুহূর্তে ভারতের ময়দানে আছে ১৪০টির বেশি বিয়ার ব্র্যান্ড আছে। United Breweries, Budweiser, Carlsberg, Bira 91-এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বাজার দাপাচ্ছে। সমীক্ষা বলছে, ভারতীয়রা স্ট্রং (Lager) বিয়ার খেতে বেশি পছন্দ করে, যেখানে অ্যালকোহলের মাত্রা থাকবে ৫ শতাংশের বেশি। অথচ শুরু থেকেই রোহনের মনে হত, দেশের বাজারে যতগুলো স্টং বিয়ারের ব্র্যান্ড আছে সেগুলির মধ্যে স্বাদ ও ধারাবাহিকতার কোথাও একটা ঘাটতি আছে। এদেশের বিয়ারপ্রেমীদের সাধ পূরণে ২০১৮ সালের জুলাই মাসে 'Bad Monkey Beer' লঞ্চ করেন রোহন খারে।

আরও পড়ুন: অনলাইন বাজারে পসার জমাতে ৮,৪০০ কোটি টাকা বিনিয়োগ সিদ্ধান্ত টাটার

কিন্তু বিয়ারের নাম ব্যাড মাঙ্কি কেন? তার পিছনেও একটা গল্প আছে! yourstory নামে একটি অনলাইন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রোহন বলেন, 'একেবারের শুরুর দিকে আমাদের দিল্লির অফিসের বাইরে অনেক বাঁদর আসত। একদিন উৎপাতে রেগে গিয়ে একজন বাঁদরগুলোকে 'ব্যাড মাঙ্কি' বলে গালাগাল করে। ভালো লাগায় আমার বিয়ার ব্র্যান্ডের নাম হিসেবে ব্যাড মাঙ্কি বেছে নিয়েছি।'

প্রথম প্রথম এটি শুধুমাত্র দিল্লিতেই পাওয়া যেত। এখন দেশের চার রাজ্যে চুটিয়ে ব্যবসা করছে ব্যাড মাঙ্কি বিয়ার। মাত্র দু বছরে এর ৯ লক্ষের বেশি ক্যান বিক্রি হয়ে গিয়েছে। দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের সঙ্গে তীব্র লড়াই সত্বেও ১৩০ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তাই নয় ভারতের ব্যাড মাঙ্কির ভক্ত সংখ্যা বাড়ছে অস্ট্রেলিয়াতে। সে দেশে রোহনের কোম্পানির বিয়ার রফতানি হচ্ছে।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর