অ্যাপশহর

সেল্ফ ড্রাইভ পরিষেবায় বিলাসবহুল গাড়ি! উদ্যোগ ওলা-র

অডি, মার্সিডিজ এবং বিএমডব্লিউ সমেত বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে তাদের সেল্ফ ড্রাইভ পরিষেবার আওতায় আনতে আলোচনা শুরু করেছে অ্যাপ ভিত্তিক গাড়ি পরিষেবা সংস্থা ওলা। তবে, এই পরিষেবা পেতে ওলা'র গ্রাহক হতে হবে।

EiSamay.Com 22 Apr 2019, 12:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বর্তমানে, বেঙ্গালুরুতে পরীক্ষামূলক ভাবে সেল্ফ ড্রাইভ পরিষেবা চালাচ্ছে ওলা। তবে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের ওলা ফ্লিট টেকনোলজি মারফত এই পরিষেবা শুরু করতে চলেছে অ্যাপ নির্ভর গাড়ি পরিষেবা সংস্থাটি।
EiSamay.Com luxury cars to be inducted by ola for their self drive project
সেল্ফ ড্রাইভ পরিষেবায় বিলাসবহুল গাড়ি!


এই নতুন পরিষেবার জন্য ৫০ কোটি ডলার বা আনুমানিক ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে সংস্থাটি। ইতিমধ্যেই বিএমডব্লিউ, অডি, মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি সংস্থার সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এ ক্ষেত্রে গ্রাহক হওয়ার পর একটি নির্দিষ্ট চার্জের বিনিময়ে গাড়ি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে, ওলা'র এক পদস্থ কর্তা জানান। বিষয়টি নিয়ে ওলা, বিএমডব্লিউ, মার্সিডিজ বা অডি-র তরফ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আমেরিকার মতো উন্নত দেশগুলিতে বর্তমানে এ ধরনের পরিষেবা রয়েছে। কিন্তু, বিলাসবহুল গাড়ির বিপুল দামের কথা মাথায় রেখে ভারতে এতদিন সরাসরি গ্রাহকদের হাতে এ ধরনের গাড়ি তুলে দেওয়ার মতো পরিষেবা কাজে দেবে না মনে করা হয়েছিল। তবে, বর্তমান ভারতের বাজারে এই মডেল কার্যকর হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে বলেই ধারণা ওলা'র।

বর্তমানে তাদের 'লাক্স' পরিষেবার মাধ্যমে গ্রাহকদের বিলাসবহুল গাড়ি বুক করার সুবিধা দিয়ে থাকে অ্যাপ ক্যাব সংস্থাটি। এই পরিষেবার প্রসারের জন্য ২০১৬ সালের অক্টোবরে বিএমডব্লিউ-র সঙ্গে একটি চুক্তি করে বেঙ্গালুরুর সংস্থাটি।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল