অ্যাপশহর

আধার না দিলে ব্লক হবে মোবাইল নম্বর, যে ভাবে Vodafone-এ লিঙ্ক করবেন

আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক করার জন্য E-KYC উদ্যোগ নিয়েছে সরকার। কলকাতা ও বেঙ্গল সার্কেলের গ্রাহকদের বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে ভোডাফোন।

EiSamay.Com 30 Jun 2017, 5:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক করার জন্য E-KYC উদ্যোগ নিয়েছে সরকার। কলকাতা ও বেঙ্গল সার্কেলের গ্রাহকদের বিনামূল্যে এই পরিষেবা দিচ্ছে ভোডাফোন।
EiSamay.Com linking of aadhaar with mobile vodafone offers free service
আধার না দিলে ব্লক হবে মোবাইল নম্বর, যে ভাবে Vodafone-এ লিঙ্ক করবেন


কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বাংলা ও কলকাতার গ্রাহকদের জন্য E-KYC পরিষেবা দিচ্ছে ভোডাফোন। এই ব্যবস্থায় সহজেই আধার কার্ড নম্বরের সহ্গে নিজের মোবাইল ফোন নম্বর যুক্ত করা সম্ভব। এই সুবিধা পাওয়া যাবে রাজ্য ও কলকাতার ৫০,০০০টি মাল্টি ব্র্যান্ড আউটলেটে। হিসেব বলছে, এ পর্যন্ত ৬০ লক্ষের বেশি গ্রাহক এই পরিষেবায় উপকৃত হয়েছেন।

নতুন গ্রাহকদের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড এবং বায়োমেট্রিক তথ্যাবলী যুক্ত করা যেমন বাধ্যতামূলক, তেমনই যাঁরা আগে থেকেই ভোডাফোন ব্যবহার করছেন, তাঁদের ক্ষেত্রেও এই লিঙ্কিং আবশ্যিক। এই বাবদে প্রি পেড ও পোস্ট পেড গ্রাহকদের সতর্ক করে এসএমএস পাঠাচ্ছে ভোডাফোন।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। নীচের ছবিতে দেওয়া সহজ উপায়ে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল