অ্যাপশহর

বিলাসিতার নতুন নাম LS500h, বাজারে হাজির লেক্সাস-এর নয়া গাড়ি

১৫ জানুয়ারি থেকেই বুকিং করা যাবে LS500h-এর

EiSamay.Com 14 Dec 2022, 2:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে ভারতে হাজির বহু প্রত্যাশিত লেক্সাস এল এস ব্র্যান্ডের নতুন গাড়ি। পঞ্চম প্রজন্মের LS500h বিলাসবহুল গাড়িটি সম্প্রতি লঞ্চ করল লেক্সাস। ডিজাইন থেকে পারফরমেন্স – সব মাপকাঠি অনুযায়ীই লাক্সারি গাড়ির তালিকায় অন্যতম হিসেবে জায়গা করে নিতে তৈরি লেক্সাস LS500h।
EiSamay.Com Lexus LS 500h Launch - JW Marriot - Aerocity - New Delhi - Jan 15 2017
লঞ্চ অনুষ্ঠানে


১৫ জানুয়ারি থেকেই বুকিং করা যাবে LS500h-এর। এক্স শো-রুম মূল্য – লাক্সারি গ্রেড – ১,৭৭,২১০০০ টাকা। আলট্রা লাক্সারি গ্রেড – ১,৮২,২১,০০০ টাকা। এবং ডিস্টিংক্ট গ্রেড – ১,৯৩,৭১,০০০ টাকা।

LS500h-তে রয়েছে সিক্স লাইট কেবিন। এর পিক পারফরমেন্স শুরু নতুন আলট্রা রিজিড গ্লোবাল আর্কিটেকচার লাক্সারি প্ল্যাটফর্মের সঙ্গে। দীর্ঘ বেস উইলের বেস মডেল LS500h রয়েছে একটি মাল্টি লিষ্ক এয়ার সাসপেনশন সিস্টেম। বি এস ৬-এর আগের এই গাড়ি চলবে লিটারে ১৫.৩৮ কিলোমিটার।

এই গাড়িতে রয়েছে দুর্দান্ত ভেহাইকেল ডায়নামিক্স ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট। গাড়ির বিনোদনেও রয়েছে উৎকর্ষ মান। রয়েছে ২৩ স্পিকার মার্ক টেলিভিশন কায়ান্টাম লজিক ইমার্সন (QLI) সাউন্ড সিস্টেম। এরমাধ্যমে অতি উন্নত অডিও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিশেষ প্রোজেক্ট লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত লেক্সাস ইন্ডিয়ার চেয়ারম্যান এন রাজা বলেন, ‘এই গাড়ি লঞ্চ করতে পেরে আমরা রোমাঞ্চিত।’ সংস্থার সভাপতি পি বি ভেনুগোপাল বলেন, ‘গ্রাহকদের সার্বিক ভাবে সেরাটা দেবে এই গাড়িটি।’

পরের খবর