অ্যাপশহর

বাজারে পাতিলেবু 10 টাকা পিস, আগুন দামে হতভম্ব ক্রেতারা!

Lemon Price Hike: বাজারে রেকর্ড দাম বৃদ্ধির সাক্ষী রয়েছে পাতি লেবু। ব্যাপক দাম বাড়ল এই সাধারণ সবজিটির। এতটাই দাম বেড়ে গিয়েছে, যে পাতিলেবুকে আর 'পাতি' বলার উপায় নেই। দস্তুর মতো 10 টাকার বিনিময়ে তবেই মিলছে পাতি লেবু। কেন বাজারে হঠাৎ করেই দাম বাড়ল পাতি লেবুর, তা জানিয়েছেন কোলে মার্কেট ভেন্ডার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি।

Authored byকিশোর শীল | EiSamay.Com 7 Apr 2022, 1:29 pm

হাইলাইটস

  • 10 টাকার বিনিময়ে তবেই মিলছে পাতি লেবু
  • রেকর্ড দাম বৃদ্ধির সাক্ষী
  • কেন বাজারে দাম বাড়ল পাতি লেবুর?
বাজারে পাতিলেবুর ব্যাপক দাম, মুশকিলে সাধারণ মানুষ
কিশোর শীল। এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ: দেশে গরম বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দরও। পাতিলেবু থেকে শুরু করে কাঁচা লঙ্কার দাম বেড়ে গিয়েছে। ফলে বাজারে গিয়ে পাতিলেবুর দোকান কার্যত এড়িয়ে চলছেন সাধারণ মানুষ।
কলকাতা ও শহরতলিতে লেবুর ব্যাপক দাম বৃদ্ধিতে অবাক বহু ক্রেতা। তাঁরা বলছেন, জীবনে কখনও এত দামে লেবু কেনেননি। কসবা নিউমার্কেট এলাকায় বৃহস্পতিবার মাত্র একটি পাতিলেবুর দাম রয়েছে 10 টাকা। শুধু কসবা নয়, টালিগঞ্জ থেকে শুরু করে বিধাননগর, সব জায়গাতেই ব্যাপক দাম পাতিলেবুর। পাঁচটি পাতিলেবু যা আগে 10 টাকায় পাওয়া যেত, তা এখন কিনতে গেলে দিতে হচ্ছে 50 টাকা। কেন এই দাম বৃদ্ধি তা ভেবে পাচ্ছেন না ক্রেতারা।

শিয়ালদার সস্তা হোটেলেও মূল্যবৃদ্ধির কোপ! নিরামিষ খাবারেও লাগছে 40 টাকা
পাইকারি দাম আগুন

লেবুর পাইকারি বাজারে দাম রয়েছে অনেকটা বেশি। আগে প্রতি বছর গরমের সময় পাইকারি মার্কেটে 100টি পাতিলেবুর দাম থাকত 200 টাকা। কিন্তু সেই দাম বর্তমানে এসে দাঁড়িয়েছে 600 টাকায়। অর্থাৎ পাইকারি বাজার থেকেই খুচরো সবজি বিক্রেতাদের 6 টাকা প্রতি পিস হিসেবে 100টি লেবু কিনতে হচ্ছে। যার জেরে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


অজিত সাহা নামে শহরতলির এক সবজি ব্যবসায়ী এ প্রসঙ্গে বলেন, "আমরা পাইকারি বাজার থেকে যে লেবু কিনছি, তাতে প্রায় 6 টাকা পিস পড়ে যাচ্ছে। এরপর দেখা যায় কিছু লেবু বাদ পড়ছে। সেই দামও পড়ছে অন্য লেবুর উপরে। আমাদেরকেও কিছুটা লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। ফলে এমনিই লেবুর দাম হয়ে যাচ্ছে 8 থেকে 10 টাকা।"

শিয়ালদা কোলে মার্কেট ভেন্ডার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্স টিমের সদস্য কমল দে, এই সময় ডিজিটালকে বলেন, "পাতিলেবু মূলত আসে দক্ষিণ ভারত থেকে। ব্যাপক বন্যার ফলে সেখানে গাছ ও ফুল প্রায় পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গিয়েছে। ফলে গোটা দেশেই এবার পাতিলেবুর সরবরাহ কম।" তিনি জানান, একেবারে ছোট পাতিলেবুরও পাইকারি বাজারে 100 পিসের দাম রয়েছে 300 থেকে 600 টাকার মধ্যে।

জ্বালানির চড়া দাম বহাল, কলকাতায় পেট্রল-ডিজেলের রেট জেনে নিন
অপর দিকে এক খুচরো ব্যবসায়ী বলেন, "লেবুর ব্যাপক দাম বৃদ্ধির জেরে লেবু বিক্রি কমে গিয়েছে। প্রায় অর্ধেকের বেশি লেবু বিক্রি কমে গিয়েছে। পারতপক্ষে ক্রেতারা লেবু কিনছেন না, কিন্তু যাদের একান্ত লেবুর খুব প্রয়োজন তাঁরা বাধ্য হয়ে কিছু লেবু কিনছেন। তবে তাও পরিমাণে অল্প।"

উল্লেখ্য, বর্তমানে চলছে নবরাত্রি ও রমজানের মতো আচার। এই দিনগুলিতে সাধারণত পাতিলেবুর চাহিদা থাকে। কিন্তু এবারে এত বেশি দাম রয়েছে, যাতে লেবু কেনা বাধ্য হয়ে কমিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ।

20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ক্লিক করুন
লেখকের সম্পর্কে জানুন
কিশোর শীল
"কিশোর শীল ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। নিজের কর্মজীবনের শুরু থেকেই ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ব্যবসা সংক্রান্ত খবরের উপর ফোকাস রেখে বর্তমানে কিশোর হয়ে উঠেছেন কর্পোরেটের ট্রেন্ডিং খবরের খনিও। পাশাপাশি ভারতীয় রেলের খবরেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। ব্যবসার জগতের খবরের নানা ডেভলপমেন্ট ও আপডেট সম্পর্কে কিশোর হয়ে উঠেছেন বিশেষজ্ঞ। খুব সহজে জটিল বিষয়বস্তুকে পাঠকদের কাছে তুলে ধরার মতো লেখনীর প্রতিভা রয়েছে কিশোরের। গত দেড় বছরে ধরে কিশোর ব্যবসায়িক বিভাগে লেখা এবং সম্পাদনার কাজ করছেন। মার্কেটিং থেকে শুরু করে ফাইন্যান্স, লিডারশিপ থেকে শুরু করে উদ্যোক্তা- বিস্তৃত ক্ষেত্রেই তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। লেখার সময় বাদে, কিশোরের দুটি হবিও রয়েছে। নানা ধরনের বই পড়তে ভালোবাসেন কিশোর। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত- নন ফিকশন বইয়ের পাঠক সে। একইসঙ্গে দাবার চ্যালেঞ্জ তাঁকে উৎসাহিতও করে। কোনও কিছু শিখতে যে কিশোর খুবই ভালোবাসে, তা বলাই বাহুল্য। শেখার প্রতি কিশোরের আগ্রহ তাঁর কাজের ফলাফলেই স্পষ্ট। পাঠকদের সবচেয়ে আপডেট খবর, দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিশোর সর্বদাই তৈরি।"... আরও পড়ুন

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল