অ্যাপশহর

Go First : এ বার গো ফার্স্টের বিমান ফেরৎ চাইছে লিজদাতারা

গো ফার্স্টকে ভাড়ায় দেওয়া বিমান ফেরাতে পদক্ষেপ করেছে লিজদাতা সংস্থাগুলি। কিছু বিমানের নথিভুক্তিকরণ বাতিল করার অনুরোধ জানিয়েছে ওই সংস্থাগুলি।

হাইলাইটস

  • সঙ্কট ক্রমেই বাড়ছে গো ফার্স্টের
  • তীব্র তহবিল সঙ্কট ও বিপুল আর্থিক দায়ভারের জোড়া ফাঁসে দেউলিয়া আইনে সংস্থা বাঁচাতে এনসিএলটি-তে আবেদন করেছে গো ফার্স্ট
  • এরই মধ্যে গো ফার্স্টকে ভাড়ায় দেওয়া বিমান ফেরাতে পদক্ষেপ করেছে লিজদাতা সংস্থাগুলি
EiSamay.Com Go First.
এই সময়: সঙ্কট ক্রমেই বাড়ছে গো ফার্স্টের। তীব্র তহবিল সঙ্কট ও বিপুল আর্থিক দায়ভারের জোড়া ফাঁসে দেউলিয়া আইনে সংস্থা বাঁচাতে এনসিএলটি-তে আবেদন করেছে গো ফার্স্ট। বৃহস্পতিবার আবেদনের শুনানি শুরু হয়েছে। এরই মধ্যে গো ফার্স্টকে ভাড়ায় দেওয়া বিমান ফেরাতে পদক্ষেপ করেছে লিজদাতা সংস্থাগুলি। সংবাদসংস্থা শুক্রবার জানিয়েছে, ডিজিসিএ-কে কিছু বিমানের নথিভুক্তিকরণ বাতিল করার অনুরোধ জানিয়েছে ওই সংস্থাগুলি, যাতে তারা সেগুলি ফিরিয়ে নিয়ে যেতে পারে।
Go First: কোটি কোটি টাকার ঋণ নিয়েছে গো ফার্স্ট! দেউলিয়ার আবেদনে বিপাকে অ্যাক্সিস, বরোদা-সহ একাধিক ব্যাঙ্ক
গত ২০১৯ সালে বন্ধ হয়ে গিয়েছিল জেট এয়ারওয়েজ। ব্যাঙ্ক দেউলিয়া আদালতের মাধ্যমে জেটের মালিকানা বদল হলেও এখনও আকাশে ডানা মেলতে পারেনি উড়ান সংস্থাটি। তার পর ব্যাঙ্ক দেউলিয়া আদালতে গিয়েছে আরও একটি সংস্থা- গো ফার্স্ট।

গো ফার্স্ট এনসিএলটি-তে বৃহস্পতিবার হওয়া প্রথম শুনানিতে জানিয়েছে যে প্র্যাট অ্যান্ড হুইটনি-র খারাপ ইঞ্জিনের জন্য তাদের হাতে থাকা মোট বিমানের ৫০ শতাংশ বসে রয়েছে। এই বক্তব্যে আপত্তি জানিয়েছে গো ফার্স্টকে লিজে বিমান প্রদানকারী কয়েকটি সংস্থা।

GoFirst-এর দেউলিয়া ডামাডোলের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল Spicejet
সম্পত্তি বাঁচাতে ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন গো ফার্স্ট এনসিএলটি-র কাছে তাদের পাওনাদারদের কিস্তি অন্তর্বর্তীকালীন স্থগিত রাখার নির্দেশ চেয়ে আর্জি জানিয়েছে। যার বিরোধিতা করেছে গো ফার্স্টকে লিজে বিমান প্রদানকারী সংস্থাগুলি। ডিজিসিএ-র ওয়েবসাইট অনুযায়ী, জিওয়াই অ্যাভিয়েশন লিজ, এসএমবিসি অ্যাভিয়েশন ক্যাপিটাল, পেমব্রোক এয়ারক্রাফ্ট লিজিং ও আরও কয়েকটি সংস্থা বৃহস্পতিবার কমপক্ষে ২০টি বিমান ফেরৎ চেয়ে আবেদন জানিয়েছে। এ ব্যাপারে গো ফার্স্টের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Go First Bankrupt: দেউলিয়া ঘোষণার আবেদন গো ফার্স্টের, জেট এয়ারওয়েজের পরে বিপাকে আরও এক এয়ারলাইন
গো ফার্স্টের হাতে ৫৪টি এয়ারবাস রয়েছে। তার সবকটিতেই রয়েছে প্র্যাট অ্যান্ড হুইটনি-র ইঞ্জিন। এই বিমানগুলির ৫০ শতাংশের বেশি চলতি বছরের এপ্রিলের মধ্যে বসিয়ে দিতে হয়েছে গো ফার্স্টকে। সংস্থাটি জানিয়েছে, খারাপ ইঞ্জিনের জন্য তাদের ১০,৮০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

Go First Flight: বন্ধের মুখে? ২ দিন আকাশে উড়বে না আর্থিক সমস্যায় জর্জরিত গো ফার্স্টের বিমান
এদিকে লিজে বিমান প্রদানকারী বিভিন্ন সংস্থা ও গো ফার্স্টের মধ্যে বিবাদ যখন চলছে, তখন গো ফার্স্টকে ঋণ দেওয়া ব্যাঙ্কগুলিও এনসিএলটি-র সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে। একটি ব্যাঙ্কের এক পদস্থ আধিকারিক বলেন, 'যেহেতু একক ভাবে কোনও ব্যাঙ্কের পাওনা বিরাট কিছু নয় এবং তার কিছুটা অংশে সরকারের গ্যারান্টি আছে, তাই এনসিএলটি-র রায়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কগুলি।'

Go First Airline : গো ফার্স্ট বিমান পরিষেবা বন্ধে দুর্দশার শিকার যাত্রীরা, উগরে দিলেন ক্ষোভ
গো ফার্স্টের আর্থিক ঋণদাতা ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ব্যাঙ্ক, ডয়েশ ব্যাঙ্ক। এখনও পর্যন্ত কোনও ব্যাঙ্ককে পদক্ষেপ করার জন্য সরকার না বললেও গো ফার্স্টের ঋণ পুনর্গঠন করার বিষয়টি ব্যাঙ্কগুলি বিবেচনা করতে পারে বলে জানা গিয়েছে। গো ফার্স্টের কাছে ব্যাঙ্কগুলির পাওনা ৬,৫২১ কোটি টাকার মতো।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর