অ্যাপশহর

অতিথি দেব ভব! নয়া পদক্ষেপ আইটিসি হোটেলস-এর

হোটেল ব্যবসায় এক নয়া দিগন্ত খুলে দিল ITC Hotels। ভারতে এই প্রথম কোনও হোটেল গ্রুপ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এমন পদক্ষেপ করল। কী? জানুন বিস্তারে...

EiSamay.Com 7 May 2020, 4:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রেসপনসিবল লাক্সারি--- এটাই লক্ষ্য এবং মন্ত্র আইটিসি হোটেলস-এর। সেই লক্ষ্যের দিকে বৃহস্পতিবার আরও একধাপ এগোল ITC Hotels। সূচনা করল তাদের We Assure উদ্যোগের।
EiSamay.Com ITC HOTELS LAUNCH ‘WeAssure’: A first-of-its kind initiative on health, hygiene & safety
আইটিসি হোটেলস-এর নয়া পদক্ষেপ


আইটিসি হোটেলস-এর প্রত্যেক অতিথির স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আগামীদিনে হোটেলের প্রত্যেক অতিথির জন্যে থাকছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স (NABH)-এর অনুমোদন এবং আশ্বাস। এখানেই শেষ নয়। প্রত্যেক হোটেলে উচ্চমানের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ITC Hotels গাঁটছড়া বাঁধতে চলেছে DNV GL Business Assurance-এর সঙ্গে। এই দুই সংস্থার থেকে পাওয়া আশ্বাস শংসাপত্র প্রমাণ করবে সারা ভারত জুড়ে আইটিসি হোটেলস-এ যে পরিচ্ছন্নতা প্রোটোকল মেনে চলা হয় তা বিশ্বমানের এবং নিখুঁত।

আইটিসি লিমিটেড-এর এগজিকিউটিভ ডিরেক্টর নকুল আনন্দ জানিয়েছেন, ‘বর্তমানে যে পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়েও হোটেলের প্রত্যেক অতিথির জন্যে বিশ্ব মানের লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও আমরা কর্তব্য বলে মনে করি। We Assure এক অনন্য পদক্ষেপ যা ডিজাইন করা হয়েছে চিকিত্‍সক এবং ডিসইনফেকশন বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ পরামর্শ করে। এই কড়া পদক্ষেপ আমাদের হোটেলের প্রত্যেক অতিথিকে আশ্বস্ত করবে এখানে মেনে চলা পরিচ্ছন্নতা সম্পর্কে। অতুলনীয় বিলাসিতার সঙ্গে মানসিক শান্তি পাবেন আমাদের অতিথিরা।’

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল