অ্যাপশহর

IT সঙ্কট! ৩ বছরে ছাঁটাই নিশ্চিত ২ লক্ষ ইঞ্জিনিয়ারের

নসিরের দাবি, সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন ৩৫ বা তার বেশি বয়সি কর্মীরা। তাঁদের চাকরি পাওয়াই মুশকিল হবে।

EiSamay.Com 14 May 2017, 7:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের খবর আসছে রোজ প্রতিদিনই। কোন কোম্পানি কত ছাঁটল, চলছে জোর জল্পনা। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, অটোমেশনের জেরে আগামী ৩ বছরে ২ লক্ষ তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার চাকরি হারাতে পারেন।
EiSamay.Com it to layoff up to 2 lakh engineers annually for next 3 yrs
IT সঙ্কট! ৩ বছরে ছাঁটাই নিশ্চিত ২ লক্ষ ইঞ্জিনিয়ারের


আরও পড়ুন... ​ IT শিল্পে ব্যাপক ছাঁটাই, চরম অনিশ্চয়তায় কর্মীরা

গত ১৭ ফেব্রুয়ারি Nasscom India Leadership Forum-এ একটি রিপোর্ট জমা দিয়েছে McKinsey & Company। সেই রিপোর্ট বলছে, আগামী ৩-৪ বছরের মধ্যে IT ক্ষেত্রে অর্ধেক ওয়ার্কফোর্সের কাজ থাকবে না। তাদের দরকার পড়বে না।

আরও পড়ুন... IT শিল্পে ব্যাপক ছাঁটাই, চরম অনিশ্চয়তায় কর্মীরা

McKinsey India-র ম্যানেজিং ডিরেক্টর নসির কাকার কথায়, 'প্রযুক্তি ক্ষেত্রে যে হারে পরিবর্তন হচ্ছে, তাতে ৫০ থেকে ৬০ শতাংশ কর্মীর কোনও কাজ থাকবে না। প্রত্যেককেই প্রায় নতুন করে ট্রেনিং দিতে হবে। সুতরাং খুবই স্বাভাবিক যে, ৩০ থেকে ৪০ শতাংশ কর্মীকে ট্রেনিং দেওয়াই সম্ভব নয়। এবং একটি শিল্পে যদি অর্ধেকের বেশি কর্মী পুরনো স্কিলেই কাজ করে, তাহলে তো কোম্পানিগুলিরই ক্ষতি।'

আরও পড়ুন... IT শিল্পে ব্যাপক ছাঁটাই, চরম অনিশ্চয়তায় কর্মীরা

নসিরের দাবি, সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন ৩৫ বা তার বেশি বয়সি কর্মীরা। তাঁদের চাকরি পাওয়াই মুশকিল হবে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল