অ্যাপশহর

দু’শোর নোট পেতে তিন মাস

এক সপ্তাহ আগে ২০০ টাকার নোট উন্মোচন করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)৷ কিন্ত্ত, এটিএম মারফত তা আমার -আপনার কাছে পৌঁছোতে আরও কমপক্ষে তিন মাস সময় লেগে যাবে৷

EiSamay.Com 4 Sep 2017, 11:43 am
এই সময় : এক সপ্তাহ আগে ২০০ টাকার নোট উন্মোচন করেছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)৷ কিন্ত্ত, এটিএম মারফত তা আমার -আপনার কাছে পৌঁছোতে আরও কমপক্ষে তিন মাস সময় লেগে যাবে৷ কারণ , এটিএমগুলিকে ২০০ টাকার নোট রাখার উপযোগী করে তুলতে অর্থাত্, ২০০ টাকার নোটের মাপের ক্যাসেট ঢোকাতে হবে৷ আর তার জন্য যথেষ্ট সময় দরকার৷
EiSamay.Com it may take atms three months to dispense rs 200 notes
দু’শোর নোট পেতে তিন মাস


ইতিমধ্যেই দেশের বেশ কিছু বাণিজ্যিক ব্যাঙ্ক এটিএম প্রস্ত্ততকারী সংস্থাগুলিকে তাদের এটিএম মেশিনগুলি থেকে দু’শো টাকার নোট পাওয়ার উপযোগী করে তুলতে পরীক্ষা চালাতে বলেছে৷ যদিও ব্যাঙ্কগুলির কাছে এখনও নতুন অঙ্কের নোট পৌঁছোয়নি৷ ২০১৬ -র নভেম্বরে কেন্দ্র পুরোনো ৫০০ এবং ১ ,০০০ টাকার নোট বাতিল করার পর ব্যাঙ্কগুলিকে তাদের এটিএমগুলিকে নতুন ৫০০ এবং ২,০০০ টাকার নোট দেওয়ার উপযুক্ত করে তুলতে অনেকটা পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়েছে৷ এর মধ্যে ফের নতুন অঙ্কের এবং মাপের নোট এটিএমগুলি থেকে দেওয়ার ব্যবস্থা শুরু করতে ব্যাঙ্কগুলির স্বাভাবিক ভাবেই সময় লাগবে৷

দু’শো টাকার নোট উন্মোচন করার পর সম্প্রতি এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে , ‘দু’শো টাকার নোট সরবরাহ দ্রুত বাড়ানো হবে৷ কিন্ত্ত , বাজারে যথেষ্ট পরিমাণে নতুন অঙ্কের নোট কত দিনের মধ্যে পাওয়া যাবে তার কোনও নির্দিষ্ট সময় দেয়নি কেন্দ্রীয় ব্যাঙ্কটি৷ অন্য দিকে , এটিএম সংস্থাগুলির বক্তব্য , এটিএমগুলিকে দু’শো টাকার নোট দেওয়ার উপযোগী করে তোলার জন্য আরবিআই -এর কাছ থেকে তারা কোনও নির্দেশিকা পায়নি৷ কিছু ব্যাঙ্ক নিজেরাই উদ্যোগ নিয়ে এটিএমগুলি থেকে নতুন নোট বের করার পরীক্ষা চালানোর অনুরোধ জানিয়েছে বলে সংস্থাগুলির দাবি৷ দু’শো টাকার নোটের মাপ ও আকার বাজার চলতি নোটগুলির থেকে আলাদা হওয়ায় এটিএমগুলির উন্নয়ন দরকার৷

দেশের ২.২৫ লক্ষ এটিএমকেই দু’শো টাকার নোট দেওয়ার উপযোগী করে তোলা হয় কিনা সেটাই এখন দেখার৷ এটিএম প্রস্ত্ততকারী সংস্থা এজিএস ট্রানজাক্ট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবি বি গোয়েল বলেন , ‘আরবিআই -এর কাছ থেকে এটিএমগুলির রিক্যালিব্রেশনের নির্দেশ পাওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু করা হবে৷ নতুন নোটের মাপ ও আকার বর্তমান নোটগুলির থেকে আলাদা , কাজেই নতুন অঙ্কের নোট হাতে পাওয়ার পরেই তা বুঝতে পারব এবং সেই মতো এটিএম -এর ক্যাসেটগুলির মাপ করা হবে৷ দেখতে হবে ক্যাসেটগুলির পূর্ণ ক্ষমতা ব্যবহারের মতো দু’শো টাকার নোটের সরবরাহ হচ্ছে কিনা৷ ’ দেশে তাদের ৬০ হাজার এটিএম রয়েছে বলেই দাবি সংস্থার৷ তাঁর কথায় , ‘এটিএমগুলির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না করে পুনর্বিন্যাস করতে কমপক্ষে ৯০ দিন সময় লাগবে৷ এটিএমগুলিকে নতুন অঙ্কের নোট দেওয়ার উপযোগী করে তোলার সময় সেগুলি থেকে ১০০ , ৫০০ , ২,০০০ টাকার নোট পাওয়া যাবে৷ ’এজিএস টেকনোলজিস ছাড়া অন্য যে সংস্থাগুলি এটিএম মেশিন তৈরি করে সেগুলির মধ্যে রয়েছে এনসিআর কর্পোরেশন এবং বিটিআই পেমেন্টস৷ দেশে এনসিআর -এর ১ ,০৮ ,০০৯ -এর বেশি এটিএম মেশিন এবং বিটিআই -এর ৪ ,৫০০ ক্যাশ ডিসপেন্সার রয়েছে৷ এনসিআর কর্পোরেশনের মতে , ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক পরীক্ষামূলক ভাবে তাদের এটিএম থেকে দু’শো টাকার নোট দেওয়ার প্রক্রিয়া শুরুর অনুরোধ জানিয়েছে৷ কিন্ত্ত , প্রক্রিয়া শুরুর জন্য এখনও নতুন অঙ্কের নোট তাদের হাতে পৌঁছোয়নি৷

এনসিআর কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (সার্ভিসেস ) আনন্দ গারোল্লু বলেন , ‘পরীক্ষামূলক ভাবে দু’শো টাকার নোট এটিএম থেকে দেওয়ার জন্য কিছু ব্যাঙ্ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে৷ কোন মেশিনগুলি নতুন অঙ্কের নোট দেওয়ার উপযোগী করে তুলতে চায় তা আমাদের জানাবে ব্যাঙ্কগুলি৷ তার পর সেই এটিএমগুলিতে পরিদর্শন করব৷ যদিও পরীক্ষা শুরু করার জন্য ব্যাঙ্কগুলির কাছ থেকে এখনও দু’শো টাকার নোট পাইনি৷ ’আরবিআই -এর লাইসেন্স প্রান্ত সংস্থা বিটিআই পেমেন্টস -এর ম্যানেজিং ডিরেক্টর , সিইও কে শ্রীনিবাসও বিষয়টি নিয়ে সহমত৷ বর্তমানে , আরবিআই -এর নির্দিষ্ট কিছু দন্তরে এবং সামান্য কয়েকটি ব্যাঙ্কে দু’শো টাকার নোট পাওয়া যাচ্ছে৷ এর মধ্যে স্টেট ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে৷ বর্তমানে শুধুমাত্র আরবিআই -এর ছাপাখানাগুলিতেই দু’শো টাকার নোট ছাপা হচ্ছে৷ সিকিওরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এখনও আরবিআই -এর কাছ থেকে দু’শো টাকার নোট ছাপার নির্দেশ পায়নি বলে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল