অ্যাপশহর

আইফোনকে টক্কর দিতে এল স্যামসাং গ্যালাক্সি এস৮ নোট

পুজোর মরসুম শুরু হওয়ার আগে এই ডার্বির দিকে তাকিয়ে ছিলেন অসংখ্য উত্সুক ক্রেতা৷

EiSamay.Com 13 Sep 2017, 1:09 pm
কৌশিক প্রধান ■ নয়াদিল্লি
EiSamay.Com iphone x vs samsung galaxy s8 apples new hero against this years best phone
আইফোনকে টক্কর দিতে এল স্যামসাং গ্যালাক্সি এস৮ নোট

পুজোর মরসুম শুরু হওয়ার আগে এই ডার্বির দিকে তাকিয়ে ছিলেন অসংখ্য উত্সুক ক্রেতা৷ প্রবল প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নবতম আইফোনের নাম , বৈশিষ্ট্য -সহ প্রায় সব তথ্যই মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই ফাঁস হয়ে গিয়েছে৷ তারই কয়েক ঘণ্টা আগে মসৃণ ভাবে ভারতের বাজার ধরতে এসে গেল স্যামসাং -এর নতুন মডেল ‘গ্যালাক্সি এস -৮ নোট ’৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বেঙ্গালুরুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই ) অ্যাসিন্ট্যান্ট ‘বিক্সবি ’-যুক্ত এই ফোনটিও সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে ভারতেই৷ তাই আক্ষরিক অর্থেই ‘মেক অ্যান্ড মেড ইন ইন্ডিয়া ’ এই নতুন স্মার্টফোন গ্রাহকদের মন জয় করতে পারবে বলে মনে করছে সংস্থাটি৷

এক প্রশ্নের উত্তরে স্যামসাং ইন্ডিয়ার মোবিলিটি বিজনেস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসীম ওয়ারসি বলেন , ‘ভারতে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারের ৬৮ % এখন স্যামসাং -এর দখলে৷ নতুন এই ‘গ্যালাক্সি এস -৮ নোট ’ এ যাবত্ স্যামসাং -এর তৈরি সবথেকে শক্তিশালী এবং উন্নত স্মার্টফোন৷ এর মধ্যে থাকা বিক্সবি এআই অ্যাসিন্ট্যান্ট ভারতীয় অ্যাকসেন্টে ইংরেজিতে বলা ৩০০০ -এর বেশি ভয়েস কম্যান্ড নিতে পারে৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ রকম এআই অ্যাসিন্ট্যান্ট দেওয়া স্মার্টফোন ভারতে এই প্রথম এল৷ প্রিমিয়াম সেগমেন্টের ক্রেতাদের কথা মাথায় রেখে আমরা স্মার্টফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বেশি করে গুরুত্ব দিচ্ছি৷ এস -৮ নোট এর সঙ্গেই এস -৮ এবং এস -৮ প্লাস মডেলেও বিক্সবি এআই অ্যাসিন্ট্যান্ট -এর সুবিধা পাওয়া যাবে৷ ’‘গ্যালাক্সি এস -৭ নোট ’-এর ক্ষেত্রে ব্যাটারি সমস্যায় জর্জরিত হয়ে শেষমেশ ফোন ফেরাতে বাধ্য হয়েছিল স্যামসাং৷

নতুন ‘গ্যালাক্সি এস -৮ নোট ’-এর ক্ষেত্রে সেই ধরনের কোনও সমস্যা যাতে না হয় সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্তারা৷ আসীম ওয়ারসি -র দাবি , ‘বাজারে প্রচলিত মানের থেকে অনেক উপরে আমরা গ্যালাক্সি এস -৮ নোট -এর ব্যাটারির মান বেঁধেছি৷ আমাদের নিজস্ব ৮ পয়েন্ট চেকিং সিস্টেম পাশ করার পরেই কেবল ব্যাটারি লাগানো হচ্ছে গ্যালাক্সি এস -৮ নোট -এ৷ যাতে ভবিষ্যতে গ্যালাক্সি এস -৭নোট এর মতো ব্যাটারিজনিত সমস্যায় পড়তে না হয় সংস্থাকে৷ ’ ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৬ জিবি র্যাম , ৬.৩ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে -সহ একাধিক সুবিধা পাওয়া যাচ্ছে এস -৮ নোট মডেলে৷ সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও টেলিফটো ডুয়াল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ ইচ্ছুক ক্রেতারা অ্যামাজন , স্যামসাং স্টোর এবং নির্দিষ্ট কিছু বিপণিতে প্রি-বুকিং করতে পারবেন এস -৮ নোট৷ ২১ সেপ্টেম্বর থেকে ফোন ডেলিভারি শুরু হবে৷ সংস্থাকর্তাদের দাবি , বাজারে আসার পর ফোনটি অভূতপূর্ব সাড়া পাবে বলেই মনে করছেন তাঁরা৷

আইফোন এক্স -এর আত্মপ্রকাশআইফোনের দশম বর্ষ উপলক্ষে নতুন মডেল আইফোন এক্স মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় উন্মোচন করছে অ্যাপল৷ ভারতে যার দাম হতে পারে ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে৷ দীপাবলির সময় ভারতে আইফোন এক্স পাওয়া যেতে পারে বলে করছেন বিশেষজ্ঞরা৷ আইফোন এক্স -এর সঙ্গেই সংস্থাটি বাজারে আনছে আইফোন ৮ , আইফোন ৮ প্লাস মডেলও৷

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল