অ্যাপশহর

ভিসা-ফতোয়ার মধ্যেই ১০ হাজার কর্মী নেবে ইনফোসিস!

ইনফোসিসের CEO বিশাল সিক্কার কথায়, 'দ্রুত পরিবর্তনের এই বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমাদের স্থানীয় অঞ্চলে বেশি গুরুত্ব দিতে হবে।

EiSamay.Com 2 May 2017, 6:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একেই বলে ট্রাম্প-ঠেলা! যার নির্যাস, আগামী ১০ বছরে ১০ হাজার মার্কিন নাগরিককে চাকরি দিতে চলেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। H-1B ভিসা নিয়ে ওয়াশিংটনের কড়া পদক্ষেপের পরেই নড়েচড়ে বসে ইনফোসিস। সংস্থা জানিয়ে দিয়েছে, এবার মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন নাগরিকদের চাকরি দেওয়ার পরিমাণ বাড়ানোর পথে হাঁটবে ইনফোসিস।
EiSamay.Com infosys to hire more us workers amid work visa row
ভিসা-ফতোয়ার মধ্যেই ১০ হাজার কর্মী নেবে ইনফোসিস!


আরও পড়ুন... ট্রাম্প-ধাক্কায় বেসামাল ভারতীয় IT সংস্থাগুলি, দিতে হবে ৫০% বেতন!

দিন কয়েক আগেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ইনফোসিস, কগনিজেন্ট, টিসিএস-এর মতো ভারতীয় সংস্থা মার্কিন অভিবাসন নীতির অপব্যবহার করে লটারিতে বেশি টিকিট কিনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত H-1B ভিসা তুলছে। মার্কিন নাগরিকদের বেশি মাইনে দিতে হবে বলে খরচ কমাতে ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্রে এনে কাজ করাচ্ছে সেই ভিসার ব্যবহার করে। যার জেরে চাকরি পাচ্ছেন না মার্কিন নাগরিকরা। এই অপব্যবহার বন্ধ করা হবে।

আরও পড়ুন... ট্রাম্প-ধাক্কায় বেসামাল ভারতীয় IT সংস্থাগুলি, দিতে হবে ৫০% বেতন!

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই বক্তব্যের পরেই ইনফোসিসের ঘোষণা বেশ তাত্‍‌পর্যপূর্ণ। ইনফোসিসের CEO বিশাল সিক্কার কথায়, 'দ্রুত পরিবর্তনের এই বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমাদের স্থানীয় অঞ্চলে বেশি গুরুত্ব দিতে হবে। স্থানীয় গ্রাহকদের আরও বেশি আস্থাভাজন হতে হবে।'

# IT giant Infosys said it plans to hire 10,000 US workers in the next two years and open four technology centres in the US, in order to move over H-1B visa-related issues.

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল