অ্যাপশহর

ভারতীয় বাজারে বিকোচ্ছে না চিনা রাখি

ডোকলামকে কেন্দ্র করে ইন্দো-চিন সম্পর্কের প্রভাব পড়ল রাখির বাজারেও।

Ei Samay 5 Aug 2017, 12:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ডোকলামকে কেন্দ্র করে ইন্দো-চিন সম্পর্কের প্রভাব পড়ল রাখির বাজারেও। রক্ষাবন্ধনের আগে ভারতীয় বাজারে এবার চিনা রাখির চাহিদাই নেই। বড় কারবারিরা জানাচ্ছেন, ডোকালাম নিয়ে চিনের ক্রমাগত হুমকির প্রেক্ষিতে সচেতেন ভাবেই লোকজন চিনা পণ্য বয়কট করছেন। যার সরাসরি প্রভাব পড়েছে রাখির বাজারে।
EiSamay.Com indians boycott rakhis made in china amid border stand off
ভারতীয় বাজারে বিকোচ্ছে না চিনা রাখি




দাম কম অথচ দেখতে ভালো। সেইসঙ্গে গুণগত মানও যথেষ্ট ভালো। যে কারণে চিনা রাখি সহজেই ভারতীয় বাজার ধরে ফেলে। কিন্তু, গত বছর পর্যন্ত যে চাহিদা ছিল, এবার তার সিকিভাগও নেই।

বিক্রেতারা জানাচ্ছেন, দাম যা-ই হোক, লোকজন চিনা রাখি ছুঁয়েও দেখছেন না। বরং বাড়িয়ে দিলে, ফিরিয়ে দিচ্ছেন। দাম দিয়ে দেশি রাখিই কিনে নিয়ে যাচ্ছেন। যে কারণে মেড ইন চায়না রাখি এবার বিক্রি হয়েছে কম।

আর্থিক দিক থেকে চিনকে শায়েস্তা করতে চাইনিজ পণ্য বয়কটের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছেই। সমীক্ষা রিপোর্ট বলছে, তারই প্রভাব পড়েছে রাখির বাজারে। লোক জেনেশুনেই সচেতন ভাবে দাম দিয়ে দেশীয় রাখি কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের বক্তব্যের মোদ্দা সুর, 'উত্‍‌সবের সময় শুধু রাখি বেচেই চিনারা কোটি কোটি টাকা ভারত থেকে নিয়ে যাচ্ছেন। ঘুর পথে সেই টাকাই ভারত বিরোধিতায় খরচ করছে। ওদের শবক শেখানোর প্রয়োজন রয়েছে।'

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল