অ্যাপশহর

₹৩,৪০০ কোটিতে স্টার্টআপ বিক্রি, নজির ভারতীয় ব্যবসায়ীর

৮ বছরের পুরোনো অ্যাপ ডাইনামিক্স সংস্থাকে সম্প্রতি মার্কিন কম্পানি CISCO-র কাছে বিক্রি করেছেন জ্যোতি বনসল।

EiSamay.Com 26 Jan 2017, 5:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফ্লিপকার্ট, মিন্ত্রা, স্ন্যাপডিল, লেন্সকার্ট-এর মতো স্টার্টআপ-এর সঙ্গে অ্যাপ ডাইনামিক্স-এর মিল কোথায় জানেন? এদের সবার মালিকের পদবি বনসল। সচিন ও বিন্নি বনসল ফ্লিপকার্টের, মুকেশ বনসল মিন্ত্রার। রোহিত বনসল স্ন্যাপডিলের এবং পীযূষ বনসল লেন্সকার্টের। আর অ্যাপ ডাইনামিক্স-এর মালিকের নাম জ্যোতি বনসল।
EiSamay.Com indian techie sells company to cisco for 3 7 billion
₹৩,৪০০ কোটিতে স্টার্টআপ বিক্রি, নজির ভারতীয় ব্যবসায়ীর


তা হঠাই এই জ্যোতি বনসলকে নিয়ে আলোচনা কেন? কারণ, ৮ বছরের পুরোনো অ্যাপ ডাইনামিক্স সংস্থাকে সম্প্রতি মার্কিন কম্পানি CISCO-র কাছে বিক্রি করেছেন জ্যোতি বনসল। বিক্রির অঙ্ক? ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ১৪ শতাংশ শেয়ার নিয়ে জ্যোতির ভাগ ৫২০ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় যা ৩ হাজার ৪০০ কোটি টাকা।

এত বড় অঙ্কের চুক্তির পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে পড়েছেন বনসল। ১৯৯৯ সালে দিল্লির IIT থেকে স্নাতক পাশ করা জ্যোতি US চলে যান। সেখানেই নিজের ব্যবসা চালু করেন। মার্কিন মুলুকে ৮ বছর চাকরির পর প্রথম গ্রিন কার্ড পান বলে ফোর্বস ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জ্যোতি। এরপর ২০০৬ সাল পর্যন্ত এক চাটার্ড ফার্মে কাজ করার পর অ্যাপ ডাইনামিক্স খোলেন জ্যোতি বনসল। বর্তমানে যার কর্মী সংখ্যা ৯০০-র বেশি।

এদিকে, ২০০৩ সালে এক নিরাপত্তা ব্যবসার সংস্থা অধিগ্রহণের পর এটা CISCO-র সবচেয়ে বড় অধিগ্রহণ। কম্পানির তরফে জানানো হয়েছে, ‘সেরা টিম ও প্রোডাক্টের জন্যই CISCO এত টাকা বিনিয়োগ করেছে’।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল