অ্যাপশহর

Indian Economy: চড় চড় করে চড়ছে আর্থিক বৈষম্য, গড় রোজগারে কোথায় দাঁড়িয়ে দেশ?

Indian Econony বেশ চাপের মুখে। আর্থিক বৈষম্য বেশ ঊর্ধ্বগামী। গড় রোজগারে ফারাক অনেকটা। বর্তমানে, কারুর রোজগার যদি মাসে 25 হাজার টাকা হয়ে থাকে-- অর্থাৎ একজন ব্যক্তি যদি বার্ষিক তিন লাখ টাকা রোজগার করে থাকেন-- তাহলেই তিনি দেশের সেরা আর্থিক রোজগেরেদের তালিকায় থাকবেন। দেশের শহরাঞ্চলের পুরুষদের গড় রোজগার গ্রামাঞ্চলের পুরুষদের থেকে বেশি। মহিলাদের ক্ষেত্রেও একই জিনিস সত্যি।

Produced byAkash Chatterjee | EiSamay.Com 22 May 2022, 1:16 pm

হাইলাইটস

  • দেশে বাড়ছে আর্থিক বৈষম্য।
  • গড় রোজগারে প্রবল বৈষম্য।
  • প্রশ্ন ক্রয়ক্ষমতা নিয়েও।
EiSamay.Com Indian Economy
Indian Economy ( প্রতীকী ছবি)
আর্থিক পরিস্থিতি সংকটে। দেশে তীব্রতর হচ্ছে বৈষম্য। ব্যবধান বাড়ছে ধনী-দরিদ্রের। এই অবস্থায় বিবেক দেবরায়ের ( Bibek Debroy) নেতৃত্বাধীন ইন্ডিয়ান ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল ( Economic Advisory Council) এর একটি রিপোর্টে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এল। দেশের যে সকল নাগরিকদের রোজগার 25 হাজার টাকা, তাঁরা দেশের সেরা দশ রোজগেরেদের তালিকায় রয়েছেন। অর্থাৎ, যাঁরা বার্ষিক 3 লাখ টাকা রোজগার করে থাকেন-- তাঁরা দেশের জনগণের আয়ের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন।
প্রসঙ্গত, জানিয়ে রাখা যাক, ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের ( Economic Advisory Council) এই সমীক্ষা ছিল দুটি নির্দিষ্ট বিষয়কে একক ধরে রেখে। ইউনিভার্সাল বেসিক ইনকাম ( Universal Basic Income) এবং শহরাঞ্চলে কর্মসংস্থানের ভিত্তি-- এই দুটি বিষয়কে একক ধরে এই সমীক্ষা করা হয়েছিল। এই দুটি বিষয় যথাযথভাবে হলে, তা যে দেশের আর্থিক বৈষম্য কমাতে পারে, এই মর্মেই এই সমীক্ষা করা হয়েছিল।

Read More
:undefined

এই সমীক্ষাতেই চাঞ্চল্যকর কিছু তথ্যাদি উঠে এসেছে সামনে। দেশে বর্তমানে যাঁরা 3 লাখ টাকা বার্ষিক হারে রোজগার করে থাকেন-- তাঁরা দেশের মোট সর্বোচ্চ রোজগারকারীর 10%। অর্থাৎ মাসে 25 হাজার টাকা রোজগার করলেই একজন ব্যক্তি দেশের সেরা রোজগারকারীদের তালিকায় থাকতে পারবেন। এখানেই শেষ নয়, আরও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই সমীক্ষায়। প্রতিটি তথ্যই আদপে দেশের আর্থিক বৈষম্যের দিকে প্রবলভাবে ইঙ্গিত করে থাকে। একইসঙ্গে দেশের বেহাল আর্থিক পরিস্থিতির দিকে আঙুল তোলে। ক্রয়ক্ষমতা এবং রোজগারের হাল যে বেহাল তা খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়।

Read More:undefined

এই সমীক্ষায় বলা হয়েছে, দেশের শহরাঞ্চলে পুরুষদের গড় রোজগার 19,194 টাকা। একইভাবে দেশের গ্রামাঞ্চলের পুরুষদের গড় রোজগাত 13,912 টাকা। যে সকল মহিলারা চাকরি করে থাকেন-- তাঁদের গড় রোজগার হল 15,031 টাকা। এটি শহরাঞ্চলের হিসাব। গ্রামাঞ্চলের ক্ষেত্রে মহিলাদের রোজগারের পরিমাণ হল 12,090 টাকা। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে চড়া হচ্ছে আর্থিক বৈষম্যের পরিমাণ।

মোট রোজগারের নিরিখেও দেশের 1% এর হাতে থাকা টাকার পরিমাণ দেশের 10% এর হাতে থাকা টাকার তুলনায় প্রায় তিনগুণ। সব মিলিয়ে রোজগারের নিরিখে দেশের অবস্থা যে বেশ খারাপ তা আর বলে দিতে হয় না।

Read More: undefined
লেখকের সম্পর্কে জানুন
Akash Chatterjee

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল