অ্যাপশহর

আট বছরে তলানিতে গাড়ি বিক্রির হার!

গাড়ির ব্যবসায় দুর্দিন। সমানে কমছে গাড়ির বিক্রি। মন্দার মুখ দেখতে হচ্ছে বেশ কিছু গাড়ির প্রস্তুতকারক সংস্থাকে। কেন এমন সংকটের মুখে পড়তে হল গাড়ি ব্যবসাকে? জানুন বিস্তারিত তথ্য...

EiSamay.Com 14 May 2019, 11:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের অক্টোবর মাস থেকেই ভারতে পতনের মুখে গাড়ি বিক্রি। তার মধ্যে রয়েছে SUV গাড়ির বিক্রিও। গত বছরের তুলনায় প্যাসেঞ্জার গাড়ির বিক্রি এপ্রিল মাসে পড়েছে প্রায় ১৭.১ শতাংশ। বিক্রি হয়েছে মাত্র ২ লাখ ৪৭ হাজার ৫৪১টি গাড়ি।প্রাইভেট গাড়ির বিক্রি কমেছে প্রায় ২০ শতাংশ। সমগ্র অটোমোবাইল বিক্রি কমেছে ১৬ শতাংশ। এমনই তথ্য প্রকাশ করেছে Society of Indian Automobile Manufacturers।
EiSamay.Com india faced a huge drop in number of car sales compared to past 8 years according to reports posted by siam
কমলো গাড়ি বিক্রি!


SIAM-এর ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুর সোমবার একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘খারাপ খবর এবার পিছু ছাড়ল না। বাজারের সেন্টিমেন্ট একেবারেই ভালো নয়।’

তবে শুধু গাড়ি বিক্রির ক্ষেত্রেই নয়। গত এক বছরে ভারতের এয়ার ট্র্যাফিকও মার্চ মাসে মুখ থুবড়ে পড়েছে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার গত তিন মাসে কমে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল