অ্যাপশহর

দৈনিক ২ লক্ষের বেশি নগদ লেনদেনে সমপরিমাণ কর, হুঁশিয়ারি আয়কর দপ্তরের

২ লক্ষ বা তার বেশি পরিমাণ নগদ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা জারি করল আয়কর দপ্তর। জানানো হয়েছে, এর ফলে গ্রহীতাকে সমপরিমাণ টাকা দিতে হবে।

EiSamay.Com 2 Jun 2017, 4:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২ লক্ষ বা তার বেশি পরিমাণ নগদ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা জারি করল আয়কর দপ্তর। জানানো হয়েছে, এর ফলে গ্রহীতাকে সমপরিমাণ টাকা দিতে হবে।
EiSamay.Com i t warns against cash dealings of rs 2 lakh or more seeks tip off
দৈনিক ২ লক্ষের বেশি নগদ লেনদেনে সমপরিমাণ কর, হুঁশিয়ারি আয়কর দপ্তরের


কালোবাজারি ঠেকাতে আরও কড়া পদক্ষেপ করল আয়কর দপ্তর। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে দপ্তরের তরফে জানানো হয়েছে, দৈনিক ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন থেকে বিরত থাকতে। অন্যথায়, অর্থ গ্রহীতাকে সমপরিমাণ টাকা কর দিতে হবে। শুধু তাই নয়, এমন কোনও লেনদেনের খবর জানলে blackmoneyinfo@incometax.gov.in মেল অ্যাড্রেসে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে দৈনিক নগদ লেনদেনের পরিমাণ ২ লক্ষে বেঁধে দিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় আয়কর আইনে নতুন যুক্ত হওয়া ২৬৯এসটি ধারা অনুযায়ী, নগদ লেনদেনের দৈনিক সীমা অতিক্রম করলে গ্রহীতাকে ১০০% কর দিতে হবে।

কালোটাকায় লাগাম দিতে ২০১৭-১৮ সালের আর্থিক বাজেটে দৈনিক ৩ লক্ষ টাকার উপর নগদ লেনদেন বন্ধ করার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পরে আর্থিক বিল সংশোধন করে সেই সীমা কমিয়ে ২ লক্ষ টাকা করা হয়। গত মার্চ মাসে সংশোধিত বিলটি রাজ্যসভায় পাশ হয়। তবে এই আইনে ছাড় পাবে সরকার, ব্যাঙ্কিং সংস্থা, পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্কগুলি।

প্রসঙ্গত, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পরে এক শ্রেণির অসাধু ব্যক্তি তাঁদের হিসাব বহির্ভূত অর্থ নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটে বদলে ফেলার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করে, যার মাধ্যমে হিসাব বহির্ভূত নগদের উপর ৫০% কর জরিমানা হিসাবে জমা দিলে তা বৈধতা অর্জন করে। এ ছাড়া কালোটাকার ২৫ শতাংশ শূন্য সুদযুক্ত অ্যাকাউন্টে ৪ বছরের জন্য জমা রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

# The government has banned cash transactions of Rs 2 lakh or more from April 1, 2017.
# People can tip-off tax department by sending an email to 'blackmoneyinfo@incometax.gov.in'.
# The move to ban cash transaction above a threshold is aimed at curbing black money.

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল