অ্যাপশহর

নোটবন্দির সময় কি ₹১৫ লক্ষ+ ব্যাংকে জমা করেছেন? পাবেন IT নোটিশ

২০২৬-র নভেম্বরে 'নোটবন্দি'র সময় যাঁরা ₹১৫ লক্ষ বা তার থেকে বেশি টাকা ব্যাংকে জমা করেছেন, খুব শিগগিরই তাঁরা হাতে পাবেন আয়কর দপ্তরের নোটিশ।

EiSamay.Com 3 Feb 2018, 9:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০২৬-র নভেম্বরে 'নোটবন্দি'র সময় যাঁরা ₹১৫ লক্ষ বা তার থেকে বেশি টাকা ব্যাংকে জমা করেছেন, খুব শিগগিরই তাঁরা হাতে পাবেন আয়কর দপ্তরের নোটিশ। ইতিমধ্যেই এমন ২ লক্ষ অ্যাকাউন্ট চিহ্নিত করে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানায় নোটিশ ছেড়েছে আয়কর দপ্তর।
EiSamay.Com i t notices to those who deposited over 15l during note ban
নোটবন্দির সময় কি ₹১৫ লক্ষ+ ব্যাংকে জমা করেছেন? পাবেন IT নোটিশ


সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর চেয়ারম্যান সুশীল চন্দ্রা শনিবার জানিয়েছেন, আয়কর রিটার্ন জমা দেননি, অথচ, নোটবন্দির সময় ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ বা তার চেয়ে বেশি টাকা জমা করেছেন, এমন ১.৯৮ লক্ষ ব্যক্তিকে চিহ্নিত করে, গত ডিসেম্বর ও জানুয়ারি এই দু-মাস ধরে চিঠি ছাড়া হয়েছে। তবে, এখনও অবধি একটি জবাবও পাননি বলে তিনি জানিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না-পেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে আয়কর দপ্তর।

সুশীল চন্দ্রা আরও জানিয়েছেন, এবার তাঁরা ই-অ্যাসেসমেন্টের উপর জোর দিয়েছেন। গত তিন মাসে এখনও অবধি ৬০ হাজার ই-অ্যাসেসমেন্ট হয়েছে।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল