অ্যাপশহর

১০ হাজার কর্মী ছাঁটতে চলেছে HSBC, অক্টোবরের শেষেই ঘোষণা

ব্রিটেনের ওই সংবাদপত্রের রিপোর্টে অনুযায়ী, যাঁদের বেতন বেশি, তাঁদের আগে চাকরি যাবে। চলতি অক্টোবরের শেষে ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হলে, ব্যাংকের তরফে ছাঁটাইয়ের ঘোষণা শুরু হবে।

EiSamay.Com 8 Oct 2019, 3:36 am
এই সময় ডিজিটাল ডেস্ক: খরচ কমাতে একসঙ্গে ১০ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল ব্রিটেনের 'হংকং অ্যান্ড সাংহাই ব্যাংক কর্পোরেশন', এইচএসবিসি। অন্তর্বর্তী সিইও নোয়েল কুইন গোটা ব্যাঙ্কিং গ্রুপেরই ব্যয় সংকোচন করতে চান বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। নোয়েলের এই সিদ্ধান্তের কারণে ১০ হাজার কর্মী কাজ হারাবেন। রবিবার লন্ডনের ‘ফিনান্সিয়াল টাইমস'-এ প্রকাশিত এক রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছে।
EiSamay.Com HSBC


বেশ কিছুদিন ধরেই আমেরিকা-চিনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ । ফলে ইদানীং দু'দেশেরই দ্বিপাক্ষিক বাণিজ্য মার খাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন ব্যাংকগুলির উপর। আবার ব্রেক্সিটের জন্য ব্রিটেন-সহ গোটা ইউরোপেই রাজনৈতিক টানাপড়েনের চলছে, যার প্রভাবে শিল্প-ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। শিল্পমহল নতুন বিনিয়োগে উত্‍সাহ হারাচ্ছে। টান পড়ছে ব্যাংকের মুনাফায়। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি খরচ কমিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে এইচএসবিসি।

ব্রিটেনের ওই সংবাদপত্রের রিপোর্টে অনুযায়ী, যাঁদের বেতন বেশি, তাঁদের আগে চাকরি যাবে। চলতি অক্টোবরের শেষে ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হলে, ব্যাংকের তরফে ছাঁটাইয়ের ঘোষণা শুরু হবে।

চলতি বছরের অগস্টে হঠাত্‍ তত্‍কালীন সিইও জন ফ্লিন্টের বিদায় ঘোষণা করেছিল এইচএসবিসি। ব্যাংক চেয়ারম্যান মার্ক টাকার-এর সঙ্গে মতবিরোধের জেরেই তাঁকে সরতে হয় বলে সূত্রের খবর। সূত্রের খবর, চেয়ারম্যান মার্ক টাকার কর্মী ছাঁটাই করে খরচ কমানোর প্রস্তাব রেখেছিলেন। কিন্তু সেই প্রস্তাবে সায় দেননি জন ফ্লিন্ট।

জন ফ্লিন্ট চলে যাওয়ার পরে নোয়েল কুইনকে গত অগস্টে অন্তর্বর্তী সিইও করা হয়। এইচএসবিসি জানিয়েছিল, বর্তমান বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই তাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কুইন দায়িত্ব নিয়ে চেয়ারম্যানের মতবাদকেই সমর্থন করেন বলে খবর।

যদিও এই বিষয়ে এখনও এইচএসবিসি-র পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। গোটা বিশ্বে এইচএসবিস-র প্রায় ২ লক্ষ ২৮ হাজার কর্মী রয়েছেন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল