অ্যাপশহর

সুখবর! হাওড়া থেকে এবার সপ্তাহে ৩ দিন চলবে এই স্পেশ্যাল ট্রেন....

হাওড়া-অহমদাবাদ স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়ানো হল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ১ দিনের পরিবর্তে এটি এই ট্রেনটি সপ্তাহে তিন দিন চলাচল করবে। যাত্রী স্বার্থে এই সিদ্ধান্ত বলে পশ্চিম রেল জানিয়েছে।

EiSamay.Com 14 Sep 2020, 1:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যাত্রী স্বার্থে হাওড়া এবং অহমদাবাদের মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেনের সংখ্যা বাড়াল ভারতীয় রেল। বর্তমানে সপ্তাহে একদিন চলে হাওড়া-অহমদাবাদ স্পেশ্যাল ট্রেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তা সপ্তাহে তিনদিন চলাচল করবে। ট্যুইট করে এমনই জানিয়েছে পশ্চিম রেল।
EiSamay.Com rail 2
প্রতীকী ছবি


ট্যুইটে বলা হয়েছে, 'অহমদাবাদ-হাওড়া-অহমদাবাদ স্পেশ্যাল ট্রেন সংখ্যা সপ্তাহে একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।' অতিরিক্ত ট্রেনের বুকিং শুরু হবে আগামী কাল, সোমবার থেকে। পশ্চিম রেলের ট্যুইটে বলা হয়েছে, 'এই সমস্ত ট্রেনের বুকিং শুরু হবে ১৪ সেপ্টেম্বর, ২০২০ থেকে। নির্দিষ্ট কিছু PRS এবং IRCTC-র ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে।'

নয়া সময়সূচি অনুসারে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার ২৩:৫৫ মিনিটে (রাত্রি ১১টা ৫৫ মিনিটে) হাওড়া থেকে অহমদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে অহমদাবাদ-হাওড়া স্পেশ্যাল ট্রেনটি (ট্রেন নম্বর ০২৮৩৪)। এবং তৃতীয় দিন দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ সেটি গন্তব্যে পৌঁছবে।

অন্যদিকে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার, সোমবার এবং বুধবার ০০:১৫ মিনিটে (রাত্রি ১২টা ১৫ মিনিট) অহমদাবাদ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে অহমদাবাদ-হাওড়া স্পেশ্যাল ট্রেনটি (ট্রেন নম্বর ০২৮৩৩)। এবং তৃতীয় দিন দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সেটি গন্তব্যে পৌঁছবে।

রেলের বিজ্ঞপ্তি


করোনা পরিস্থিতির জেরে গত মার্চের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে সাধারণ যাত্রীবাহী রেল পরিষেবা স্তব্ধ আছে। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল। শুধু যাত্রী পরিবহণ খাতে ৩৫ হাজার কোটি টাকার বিপুল রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে মাত্র ৭৫ শতাংশ যাত্রী নিয়ে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল মন্ত্রক। এই মুহূর্তে সারা দেশে ৩১০টি স্পেশ্যাল ট্রেন চলছে, যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর থেকে নতুন ৮০টি বিশেষ ট্রেনগুলি চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ, ফিক্সড ডিপোজিটে আরও কমল সুদ!

রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব সম্প্রতি জানিয়েছিলেন, প্রতিটি বিশেষ ট্রেনের টিকিটের চাহিদার উপরে নজর রাখছে রেল। যে সমস্ত ট্রেনের ওয়েটিং লিস্ট দীর্ঘ পৃথকভাবে চিহ্নিত করা হচ্ছে। এই অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রয়োজনে ক্লোন ট্রেন চালানো হবে বলে তিনি আশ্বস্ত করেছিলেন।

রেল বোর্ডের চেয়ারম্যানের কথায়, 'যে ট্রেনের টিকিটের চাহিদা সবথেকে বেশি, যে ট্রেনের ওয়েটিং লিস্ট দীর্ঘ সেই সমস্ত ট্রেনের ক্ষেত্রে আমরা ক্লোন ট্রেন চালাবো। প্রকৃত ট্রেনের আগে এই ক্লোন ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। এর ফলে আরও বেশি সংখ্যক যাত্রী সফর করতে পারবেন। ফলে ওয়েটিং লিস্ট কমবে।'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Businessসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল